ইমরানের নিরাপত্তা প্রত্যাহার, নেতার সুরক্ষায় লাহোরের বাড়িতে হাজির সমর্থকেরা

Written by SNS January 27, 2023 6:02 pm

ইসলামাবাদ, ২৭ জানুয়ারি– পাক সরকার নিরাপত্তা তুলে নিলেও প্রাক্তন প্রধানমন্ত্রীকে নিরাপত্তা দিতে প্রস্তুত হাজার-হাজার সমর্থক। তাঁদের দাবি, নেতাকে নিরাপত্তা দেবেন তাঁরা।পঞ্জাব প্রদেশের সরকার দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে দেওয়া অতিরিক্ত নিরাপত্তা প্রত্যাহার করে নিয়েছে। তারই প্রতিবাদে বৃহস্পতিবার লাহোরে ইমরানের বাসভবনের সামনে হাজির হলেন তাঁর হাজার হাজার সমর্থক।

নভেম্বরে ইমরানের উপর হামলা হয়। আহত হয়ে প্রাক্তন প্রধানমন্ত্রী হাসপাতালে ভর্তি হন। সেই সময় তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রধানকে অতিরিক্ত নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত নেয় পঞ্জাব প্রদেশের সরকার। সেই নিরাপত্তাই তুলে নেওয়া হয়েছে। তারই প্রতিবাদে লাহোরের রাজপথে নামলেন ইমরানের সমর্থকেরা। বৃহস্পতিবার সকালে লাহোরের জ়ামান পার্কে ইমরানের বাড়ির সামনে জড়ো হন বহু মানুষ। তাঁরা দাবি জানাতে থাকেন, নেতাকে নিরাপত্তা তাঁরাই দেবেন। সরকারি নিরাপত্তার আর প্রয়োজন নেই।

এ দিকে, সংবাদ সংস্থা পিটিআইকে পঞ্জাব প্রদেশের এক উচ্চপদস্থ আধিকারিক বলেছেন, ‘মুখ্যমন্ত্রী মহসিন নকভির নেতৃত্বাধীন পঞ্জাব সরকার ইমরানকে দেওয়া অতিরিক্ত নিরাপত্তা মঙ্গলবার রাত থেকে প্রত্যাহার করে নিয়েছেন। একই সঙ্গে ইমরান ঘনিষ্ঠ চৌধুরী পারভেজ ইলাহিরও নিরাপত্তা তুলে নেওয়া হয়েছে।’

গত নভেম্বরে পঞ্জাব প্রদেশের ওয়াজ়িরাবাদে পিটিআই প্রধান ইমরানের উপর হামলার ঘটনা ঘটে। তার পরেই তাঁর নিরাপত্তা আরও কয়েক গুণ বাড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় সংশ্লিষ্ট প্রদেশের সরকার। সেই নিরাপত্তাই তুলে নেওয়ার প্রতিবাদে পথে নেমে বিক্ষোভ দেখালেন ইমরান সমর্থকেরা। পিটিআইয়ের পঞ্জাব প্রদেশের সিনিয়র নেতা মুসরত চিমা সংবাদসংস্থা পিটিআইকে জানিয়েছেন, ‘বহু পিটিআই সমর্থক খান সাহেবের বাড়ির সামনে ক্যাম্প করে থাকছেন। গত দু’দিন ধরেই তাঁরা এটা করছেন। খান সাহেবকে যাতে জোর করে গ্রেফতার করা না হয়, তা নিশ্চিত করছেন সমর্থকেরা।’