• facebook
  • twitter
Sunday, 14 December, 2025

আইসিসি-র নতুন নিয়ম, বলে লালার ব্যবহারে নির্বাসন  এবং বৈধতা পেল ‘ম্যানকার্ডিং আউট’! 

মুম্বাই , ২০ সেপ্টেম্বর– আইসিসি নতুন নিয়মে নন স্ট্রাইকার প্রান্তের কোনও ব্যাটসম্যান যদি বোলিং স্টাম্প ছেড়ে দেন, সেইসময় কেউ যদি তাঁকে রানআউট করে দেন, তা হলে সেটি আউট বলে স্বীকৃত হবে।আইসিসির  নিয়মে ক্রিকেটের বিতর্কিত আউট ম্যানকাডিং আউট  বৈধতা পেয়েছে। এরকম আউট করা নিয়ে সাম্প্রতিককালে রবিচন্দ্রন অশ্বিন আলোচনায় ছিলেন।   বিশ্ব ক্রিকেট নিয়ামক সংস্থা মঙ্গলবার এক

মুম্বাই , ২০ সেপ্টেম্বর– আইসিসি নতুন নিয়মে নন স্ট্রাইকার প্রান্তের কোনও ব্যাটসম্যান যদি বোলিং স্টাম্প ছেড়ে দেন, সেইসময় কেউ যদি তাঁকে রানআউট করে দেন, তা হলে সেটি আউট বলে স্বীকৃত হবে।আইসিসির  নিয়মে ক্রিকেটের বিতর্কিত আউট ম্যানকাডিং আউট  বৈধতা পেয়েছে। এরকম আউট করা নিয়ে সাম্প্রতিককালে রবিচন্দ্রন অশ্বিন আলোচনায় ছিলেন।

  বিশ্ব ক্রিকেট নিয়ামক সংস্থা মঙ্গলবার এক বিবৃতিতে এই নয়া নিয়ম সম্পর্কে জানিয়ে দিয়েছে। ১ অক্টোবর থেকে এই নিয়মগুলি কার্যকর করা হবে। সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বাধীন ক্রিকেট কমিটি এই নিয়মগুলি পাস করেছে।করোনাকালীন সময়ে সংক্রমণ রোধে ক্রিকেট বলে লালার ব্যবহার নিষিদ্ধ করে দিয়েছিল আইসিসি। কোনও দল এ ভুল একবার করলে তাদের সতর্ক করে দেওয়া হতো। দ্বিতীয়বার করলে বোলার ও অধিনায়ককে দেওয়া হতো শাস্তি। এবার থেকে কোনও বোলার বলে থুতু ব্যবহার করলে তাঁকে নির্বাসন করা হবে।

Advertisement

Advertisement