‘ছাড়ব না, গণতন্ত্রে দুষ্কৃতীরাজ চলবে না’- ক্যানিং গিয়ে বার্তা রাজ্যপালের   

Written by SNS June 17, 2023 8:24 pm

কলকাতা, ১৭ জুন –  পঞ্চায়েত ভোটে মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে শুক্রবার হিংসা কবলিত ভাঙড়ে গেছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। শনিবার ফের অশান্তির কারণেই দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখলেন রাজ্যপাল। অশান্ত ক্যানিংয়ের বিভিন্ন এলাকা পরিদর্শনের পর এক সাংবাদিক বৈঠকে বাংলার পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন তিনি।  তিনি বাংলায় বলেন, ‘ছাড়ব না ছাড়ব না, হবে না হবে না।’  তিনি আরও বলেন, ‘গণতন্ত্রে এ ধরণের দুষ্কৃতীরাজ চলতে পারে না। এসব ঘটনা কোনভাবেই বরদাস্ত করা সম্ভব নয়। নির্বাচনকে কেন্দ্র করে যে ভয়ের পরিস্থিতি সৃষ্টি হয়েছে তাকে যে কোনও মূল্যে হোক তা দমন করতেই হবে। অবাধ ও শান্তিপূর্ণ ভোট করাতে হবে পঞ্চায়েতে।’

রাজ্যপাল এদিন সাংবাদিক বৈঠকে বলেন,  ‘আমি সবটা দেখতে পারিনি। যে সব এলাকায় হিংসার ঘটনা ঘটেছে তার দু-এক জায়গা ঘুরে দেখেছি। স্থানীয় প্রশাসনের সঙ্গে কথা বলেছি। যাঁরা হিংসার ঘটনায় আক্রান্ত হয়েছেন তাঁদের পরিবারের সঙ্গেও কথা বলেছি। আক্রান্ত পুলিশ অফিসারদের সঙ্গেও কথা হয়েছে। যা দেখেছি তাতে অমি স্তম্ভিত। এ ধরনের  হিংসা ও অরাজকতার ঘটনা চলতে পারে না।’

রাজ্যপাল হিসাবে তাঁর ভূমিকার কথাও ব্যাখ্যা করেন তিনি। রাজ্যপাল বলেন, ‘আমি সংবিধানের প্রতি দায়বদ্ধ। যাঁরা সংবিধান দেশকে দিয়েছেন তাঁদের প্রতিও দায়বদ্ধ। মানুষ যেখানে আক্রান্ত হবে সেখানে আমাকে হস্তক্ষেপ করতেই হবে। এটাই আমার সাংবিধানিক দায়বদ্ধতা।’

রাজ্যপাল সি ভি আনন্দ বোসের এদিন ক্যানিং যাওয়ার কোন পরিকল্পনা ছিল না। কিন্তু দুপুরে রাজভবনে তাঁর সঙ্গে দেখা করতে যান বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।  তিনি রাজ্যপালের কাছে রাজ্যের বিভিন্ন জেলায় অশান্তির খবর জানান। মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন জেলায়  হামলা ও অশান্তির কথা রাজ্যপালকে জানান। সুকান্ত মজুমদার রাজভবন থেকে বেরিয়ে যাওয়ার পরই কর্মসূচি বদল হয়ে যায় রাজ্যপালের।  রাজভবন থেকে জানানো হয় যে রাজ্যপাল ক্যানিংয়ে যাবেন।