‘আই-ফোন নয়তো  পেগাসাস’ বাংলার আমলাদের পরামর্শ নবান্নর,

Written by SNS October 15, 2022 5:09 pm
কলকাতা, ১৫ অক্টোবর —  ফোনে আড়িপাতার ঘটনা রাজ্যে নতুন নয়।মানুষের ধারণা ছিল যে অপরাধীকে ধরার জন্য পুলিশ আধিকারিকরা ফোন ট্রাপ করে থাকেন।কিন্তু বর্তমানে বিভিন্ন অসামাজিক  কাজ কর্মে ফোন ট্রাপ করা হচ্ছে। এমনকি বড় বড়  নেতা মন্ত্রীদের গোপন কার্যকলাপ জানার জন্য তাদের ফোনে আড়িপাতা হচ্ছে।ফোনে আড়িপাতার জন্য  ভালো এবং অসৎ মানুষ উভয়েরই সমস্যা হচ্ছে। শীর্ষ আমলাদের এ বার থেকে সরকারি কথাবার্তা ও টেক্সট মেসেজ পাঠানোর জন্য আই-ফোন ব্যবহারের পরামর্শ দিল নবান্ন। বলা হয়েছে, অ্যান্ড্রয়ে বা অন্য কোনও অপারেটিং সিস্টেমের ফোন ব্যবহার না করতে। কারণ, তাতে বাইরে থেকে আড়ি পেতে তথ্য জেনে নেওয়ার ঝুঁকি রয়েছে। তুলনায় আইওএস  অনেকটা নিরাপদ।

কেন এই নির্দেশ দেওয়া হল, তা বুঝতে গেলে একটু পিছনে হাঁটতে হবে। দেখা যাবে, বছর খানেক আগে ফোনে আড়ি পাতা কাণ্ড নিয়ে দেশজুড়ে তোলপাড় পড়ে গিয়েছিল। তখন জানা গিয়েছিল, স্পাইওয়ার পেগাসাস  ব্যবহার করে রাহুল গান্ধী, অভিষেক বন্দ্যোপাধ্যায়, প্রশান্ত কিশোরদের মতো রাজনৈতিক নেতা ও কুশলীদের ফোনে আড়ি পাতা হয়েছে।মূলত সেই আতঙ্ক থেকেই এবার সরকারি আমলা ও শীর্ষ পুলিশ কর্তাদের আই-ফোন ব্যবহার করার পরামর্শ দিয়েছে নবান্ন।