সূচি বদলের আর্জি জানালো হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশন।

Written by SNS September 10, 2023 11:26 am

ভারত:- সূচি বদলের আর্জি জানালো হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশন। বিশ্বকাপের সূচি নিয়ে জটিলতা যেন দিন দিন বেড়েই যাচ্ছে। বিশ্বকাপ শুরু হতে মাত্র কিছুদিন বাকি। সূত্রের খবর, এর মাঝেই সূচি বদলের আর্জি জানালো হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশন। এবার প্রস্তুতি ম্যাচের সূচি পরিবর্তনের আবেদন জানাল হায়দরাবাদ ক্রিকেট সংস্থা। আগামী ২৯ সেপ্টেম্বর নিজামের শহরে পাকিস্তান ও নিউজিল্যান্ডের মধ্যে একটি প্রস্তুতি ম্যাচ রয়েছে। সেই ম্যাচ নিয়ে আপত্তির কথা জানাল হায়দরাবাদ। আগামী ২৮ সেপ্টেম্বর গণেশ নিরঞ্জন এবং নবী উৎসব রয়েছে সেই শহরে ফলে তার পরের দিনই পাকিস্তানের মতো দলের ম্যাচ আয়োজনের জন্য নিরাপত্তার সমস্যা দেখা দিয়েছে। জানা গিয়েছে, ২৯ সেপ্টেম্বরের পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচের দিন পরিবর্তনের আবেদন করেছে হায়দরাবাদ ক্রিকেট সংস্থা। নিরাপত্তার দিকটি মাথায় রেখেই এই আবেদন করেছে নিজামের শহর। এরআগেও সূচি পরিবর্তনের আবেদন করে হায়দরাবাদ ক্রিকেট সংস্থা। পরিবর্তিত সূচি অনুযায়ী ৯ এবং ১০ অক্টোবর পরপর দু’টো ম্যাচ আয়োজিত হওয়ার কথা হায়দরাবাদে। কিন্তু পর পর দুই দিন ম্যাচে নিরাপত্তার সমস্যার কথা জানিয়ে বিসিসিআইকে চিঠি দিয়েছে হায়দরাবাদ ক্রিকেট সংস্থা। উপলের রাজীব গান্ধি স্টেডিয়ামে প্রথম ম্যাচটি নিউজিল্যান্ড বনাম নেদারল্যান্ডস। দ্বিতীয় ম্যাচটি পাকিস্তান ও শ্রীলঙ্কার মধ্যে খেলা হবে। সূত্রের খবর, কিন্তু স্থানীয় পুলিশ হায়দরাবাদ ক্রিকেট সংস্থাকে জানিয়েছে, পরপর দুই দিন নিরাপত্তা দেওয়া সম্ভব নয়। পাকিস্তান ম্যাচের জন্য প্রায় ৩০০০ পুলিশ নিয়োগ করতে হবে। কিন্তু পর পর দুই দিন ম্যাচ থাকলে নিরাপত্তা দেওয়া সম্ভব নয় পুলিশ প্রসাশনের পক্ষে।

  • যে কোনও একটি ম্যাচের জন্য সম্পূর্ণ নিরাপত্তা দিতে পারবে না। নিরাপত্তার কারণ দেখিয়ে হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সূচি বদলানোর অনুরোধ করা হয়েছে। কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে স্পষ্ট ঘোষণা করা হয়েছে আর কোনও ভাবেই সূচিতে বদল সম্ভব নয়। সেই বিষয়টি স্থানীয় পুলিশ প্রশাসনকে বোঝানোর চেষ্টা করছে হায়দরাবাদ ক্রিকেট সংস্থা