কলকাতা,৬ সেপ্টেম্বর — ভিলেজ রিসোর্স পার্সন তথা ঠিকা পঞ্চায়েত কর্মীদের নবান্ন অভিযান ঘিরে তুলকালাম বেঁধেছে শহরে।সারা রাজ্যে ২৫ হাজার ৭০০ জন ভিআরপি তাদের মধ্যে প্রায় ১০০ শতাংশ কর্মী হাজির ছিলেন নবান্ন অভিযান কর্মসূচিতে।এসএন ব্যানার্জি রোড হয়ে ধর্মতলা তথা ডোরিনা ক্রসিংয়ে মিছিল পৌঁছতেই অবরুদ্ধ হয়ে যায় ধর্মতলা।তাদের অভিযোগ, তাঁরা বেতন পান পাঁচ হাজার টাকা।এই টাকায় সংসার চালানো সম্ভব নয়। তাদের বেতন বৃদ্ধি করতে হবে এই অভিযোগ নিয়েই হাজার হাজার মানুষের মিছিল আছড়ে পড়ল ধর্মতলায়। যা বোধহয় পুলিশও কল্পনা করতে পারেনি।
Advertisement
Advertisement



