ভোটমুখী পাঁচ রাজ্য থেকে বিপুল পরিমাণ অর্থ উদ্ধার 

Written by SNS November 21, 2023 5:36 pm

দিল্লি, ২১ নভেম্বর – ভোটমুখী পাঁচ রাজ্য থেকে ১,৭৬০ কোটির কালো টাকা, মাদক এবং পানীয় বাজেয়াপ্ত করা হয়েছে। জানাল জাতীয় নির্বাচন কমিশন । এবারের বাজেয়াপ্ত অঙ্কের পরিমাণ গতবারের তুলনায় সাত গুণ বেশি। 

ভোট ঘোষণার পর থেকেই বিপুল পরিমাণ কালো টাকা, মাদক ও পানীয় উদ্ধার হওয়ায় উদ্বিগ্ন কমিশন। ভবিষ্যতে নির্বাচন চলাকালীন পুলিশ প্রশাসন, আবগারি ও নারকোটিক দপ্তরকে আরও সজাগ থাকার পরামর্শ দিয়েছে নির্বাচন কমিশন।
গত ৯ অক্টোবর পাঁচ রাজ্যে ভোট ঘোষণা করে কমিশন। গণনা হবে ৩ ডিসেম্বর। ইতিমধ্যে মিজোরাম, ছত্তিশগড় ও মধ্যপ্রদেশের ভোটগ্রহণ শেষ হয়েছে। বাকি রাজস্থান ও তেলেঙ্গানার ভোটগ্রহণ পর্ব । ভোট ঘোষণার পর থেকেই কালো টাকা ও মাদক উদ্ধারে সচেষ্ট হয় নির্বাচন কমিশন। গত দেড় মাসে পাঁচ রাজ্য থেকে যে কালো টাকা ও মাদক উদ্ধার হয়েছে, তাতে বিস্মিত কমিশন।
ভোট প্রক্রিয়া শেষ হতে এখনও দিন পনেরো বাকি। এই কয়েকদিনেও আরও কালো টাকা ও পানীয় উদ্ধার বাড়বে বলেই মনে করছে কমিশন। ২০১৮ সালে এই পাঁচ রাজ্যে বাজেয়াপ্ত হওয়া কালো টাকা ও মাদকের বাজার মূল্য ছিল ২৩৯ কোটি টাকা।