• facebook
  • twitter
Friday, 5 December, 2025

ভয়াবহ আগুন দিল্লির জুতো কারখানায়, অগ্নিদগ্ধ ২

দিল্লি, ১ নভেম্বর–ভয়াবহ অগ্নিকাণ্ড দিল্লির কারখানায়। দিল্লির শিল্প এলাকা নারিলার একটি জুতো কারখানায় মঙ্গলবার সকালে হঠাৎই আগুন লাগার ঘটনা ঘটে। এই অগ্নিকাণ্ডে এখনও পর্যন্ত ২ জনের মৃত্যু হয়েছে বলে খবর। ঘটনাস্থলে আগুন নেভানোর কাজে লেগেছে দমকলের ১০টি ইঞ্জিন।  এই জুতো কারখানার বিল্ডিংয়ে প্রথমে দ্বিতীয় তলে আগুন লাগে। তারপর ধীরে ধীরে সেই আগুন ছড়িয়ে পড়ে বিল্ডিংয়ের

দিল্লি, ১ নভেম্বর–ভয়াবহ অগ্নিকাণ্ড দিল্লির কারখানায়। দিল্লির শিল্প এলাকা নারিলার একটি জুতো কারখানায় মঙ্গলবার সকালে হঠাৎই আগুন লাগার ঘটনা ঘটে। এই অগ্নিকাণ্ডে এখনও পর্যন্ত ২ জনের মৃত্যু হয়েছে বলে খবর। ঘটনাস্থলে আগুন নেভানোর কাজে লেগেছে দমকলের ১০টি ইঞ্জিন। 

এই জুতো কারখানার বিল্ডিংয়ে প্রথমে দ্বিতীয় তলে আগুন লাগে। তারপর ধীরে ধীরে সেই আগুন ছড়িয়ে পড়ে বিল্ডিংয়ের বাকি অংশে। তবে কী কারণে আগুন লাগল তা এখনও স্পষ্ট নয়।

জানা গেছে, এদিন সকালে দিল্লির এই এলাকার এক জুতো কারখানা থেকে গলগল করে ধোঁয়া বের হতে দেখা যায়। সেখানে তখন কাজ চলছিল। আগুন নজরে আসতেই হুড়োহুড়ি পড়ে যায় কর্মচারীদের মধ্যে। 

Advertisement

দমকল সূত্রের খবর, এখনও অনেকেই আটকে রয়েছেন ভেতরে। তবে শেষ পাওয়া খবর অনুযায়ী ২০ জনকে উদ্ধার করা হয়েছে। উদ্ধারকাজের পাশাপাশি চলছে আগুন নেভানোর কাজ। আরও কয়েকজন আহত হয়েছে। তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Advertisement

 

Advertisement