কলকাতা , ১৩ সেপ্টেম্বর — রাজ্যে সরকারি কর্মীদের বকেয়া ডিএ দেয়নি রাজ্যসরকার। তারপর পুজোয় ক্লাবগুলিকে বাড়তি অনুদান দেওয়ায় হাইকোর্ট এ মামলা উঠেছে। দুর্গাপুজোয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়ের অনুদান দেওয়া নিয়ে হস্তক্ষেপ করল না কলকাতা হাইকোর্ট। পুজো কমিটিগুলোকে অনুদান দেওয়া নিয়ে দায়ের করা জনস্বার্থ মামলাগুলোর শুনানি ছিল আজ হাইকোর্টে।ক্লাবগুলিকে অনুদানে হাইকোর্টের সম্মতি পাওয়ায় স্বস্তিতে রাজ্যসরকার। প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের বেঞ্চে দায়ের হওয়া মামলাগুলির রায়ে হাইকোর্ট জানাল, অনুদান দেওয়া নিয়ে হস্তক্ষেপ করবে না আদালত। শর্তসাপেক্ষে পুজো কমিটিগুলোকে অনুদান দেওয়া যাবে।কিন্তু পুজোয় অনুদান দেওয়া নিয়ে ৬টি নির্দেশিকা তৈরি করে দিয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।
Advertisement
Advertisement



