• facebook
  • twitter
Friday, 5 December, 2025

দীর্ঘ প্রতিক্ষার অবসান ঘটিয়ে অবশেষে প্রকাশ্যে এল ‘জওয়ান’ ছবির ট্রেলার।

মুম্বাই:- দীর্ঘ প্রতিক্ষার অবসান ঘটিয়ে অবশেষে প্রকাশ্যে এল ‘জওয়ান’ ছবির ট্রেলার। দীর্ঘদিন ধরে দর্শকেরা অপেক্ষায় ছিলেন ছবির ট্রেলারের জন্য। অবশ্যই মুক্তি পেল সেই ট্রেলার। ছবি ঘিরে দর্শকদের আশা তো রয়েইছে তুঙ্গে। এবার খানিকটা বাড়ল সেই আশা। ২ মিনিট ১২ সেকেন্ডের ট্রেলার জুড়ে শুধু রয়েছে অ্যাকশন। ট্রেলারের শাহরুখ খানকে একাধিক লুকে দেখা গিয়েছে। কখনও জওয়ানের সাজে

মুম্বাই:- দীর্ঘ প্রতিক্ষার অবসান ঘটিয়ে অবশেষে প্রকাশ্যে এল ‘জওয়ান’ ছবির ট্রেলার। দীর্ঘদিন ধরে দর্শকেরা অপেক্ষায় ছিলেন ছবির ট্রেলারের জন্য। অবশ্যই মুক্তি পেল সেই ট্রেলার। ছবি ঘিরে দর্শকদের আশা তো রয়েইছে তুঙ্গে। এবার খানিকটা বাড়ল সেই আশা। ২ মিনিট ১২ সেকেন্ডের ট্রেলার জুড়ে শুধু রয়েছে অ্যাকশন। ট্রেলারের শাহরুখ খানকে একাধিক লুকে দেখা গিয়েছে। কখনও জওয়ানের সাজে দেখা দিয়েছেন তো কখনও তাঁকে দেখা গিয়েছে মেট্রো হাইজ্যাক করতে। ট্রেলারে জুড়ে রয়েছে বিশেষ বিশেষ চমক। ট্রেলারের শুরুর দৃশ্যের শহরের বিভিন্ন অংশ দেখা যাচ্ছে। আর ব্যাকগ্রাউন্ডে বলা হচ্ছে এক রাজার কাহিনি। তাঁর লড়াইরের কথা বলার সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে নানান অ্যাকশন সিক্যুয়েন্স। আবার দেখা যাচ্ছে, মেট্রো হাইজ্যাকের ঘটনা। এই ট্রেলার জুড়ে আছে শুধুই অ্যাকশন সিক্যুয়েন্স। আছে দুষ্কৃতির সঙ্গে লড়াইয়ের কাহিনি। ট্রেলারে ঝলক মিলেছে দীপিকা পাড়ুকোণের। এবং তাঁকে অ্যাকশন করতে দেখা গিয়েছে। ৭ই সেপ্টেম্বর মুক্তি পেতে চলেছে জওয়ান। পাঠান ছবির পর এই জওয়ান ছবি দিয়ে বক্স অফিসে পা রাখবেন কিং খান। ছবিটি হিন্দি, তামিল. তেলেগু ভাষায় মুক্তি পাবে। বিজয় সেতুপতিকেও ট্রেলারে দেখা গিয়েছে। তেমনই দেখা মিলেছে, দীপিকা পাড়ুকোণ, প্রিয়ামণি ও সানা মালহোত্রার। এই বছরে সেপ্টেম্বর মাসে মুক্তি পাবে এই ছবিটি। মুখে ব্যান্ডেজ করা শাহরুখের একটি ছবি ভাইরাল হয়েছিল। এই ছবিতে শাহরুখের একাধিক লুক দেখা যাবে। কিডন্যাপ, হত্যা, মারপিঠ, প্রতিশোধ থেকে শুরু করে রহস্য। জওয়ান ছবির কেন্দ্রে যে রয়েছে একেবারে অন্যরকম কাহিনি তা বলার অপেক্ষা রাখে না। ছবিটি নিয়ে দর্শকদের মধ্যে  উন্মাদনা একেবারে তুঙ্গে। আর মাত্র কিছুদিন পরই মুক্তি পাবে এই ছবিটি।

Advertisement

Advertisement