২০১৬-তেই ফাঁস হয়েছিল হামাসের হামলার ছক!

Written by Sunita Das October 30, 2023 6:40 pm

জেরুজালেম, ৩০ অক্টোবর– ইজরায়েলের বুকে বেনজির হামলা চালিয়েছে প্যালেস্টাইনের জঙ্গি গোষ্ঠী হামাস৷ এই হামলার আগাম সতর্কতা নিয়ে সোমবার ‘ইয়েদিওথ আহরোনোথ’ নামের ইজরায়েলের এক প্রথম সারির সংবাদপত্রে প্রকাশিত এক প্রতিবেদনকে ঘিরে চাঞ্চল্য ছডি়য়েছে৷ যার পর থেকেই নানা মহলে জল্পনা শুরু হয়েছে এই হামলার কথা নাকি আগে থেকেই জানত ইহুদি দেশটির প্রশাসন৷ এবার প্রকাশ্যে এল আরেক চাঞ্চল্যকর নথি৷ ২০১৬ সালেই নাকি ফাঁস হয়েছিল হামাসের হামলার ছক!
ওই প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৬ সালেই হামাসের এই হামলার ছক ফাঁস হয়ে গিয়েছে৷ এনিয়ে ১১ পাতার একটি রিপোর্ট প্রকাশ করেছিলেন ইজরায়েলের তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী আভিগদর লিবারম্যান৷ ওই নথিতে লিবারম্যান জানিয়েছিলেন, বিপদ আসন্ন৷ গাজা সীমান্ত হয়ে ইজরায়েলে হামলা চালানোর ছক কষছে হামাস৷ বহু মানুষকে পণবন্দি বানানোর পরিকল্পনা রয়েছে তাদের৷ দক্ষিণ ইজরায়েলে হত্যালীলাও চালাবে তারা৷ এবার এই নথি প্রকাশ্যে আসতে আরও একবার আঙুল উঠছে তেল আভিভের বিরুদ্ধে৷
বলে রাখা ভালো, গত ৭ অক্টোবর ইজরায়েলের বুকে হামাসের হামলার পরেই প্রশ্ন উঠেছিল, এত বড় অভিযানের পরিকল্পনার কথা কেন জানতে পারল না ইজরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ? এক রিপোর্ট মোতাবেক, হামাস আক্রমণের দিনক্ষণ নিয়ে আগেই নাকি ইজরায়েলকে সতর্ক করেছিল মার্কিন গুপ্তচর সংস্থা সিআইএ৷ হামলার একদিন আগে আমেরিকার আধিকারিকদের হাতে একটি রিপোর্ট আসে যেখানে উল্লেখ রয়েছে, হামাস সন্দেহজনক কার্যকলাপ চালাচ্ছে৷