• facebook
  • twitter
Sunday, 14 December, 2025

ছেলে না হওয়ার রাগে দু’দিনের শিশুকন্যাকে গলা টিপে খুন দিদিমার

লখনউ, ১৫ জুলাই– দিদিমা চেয়েছিলেন ছেলে হোক। কিন্তু হল মেয়ে। আর সেই রাগেই নিজের দু’দিনের নাতনিকেই খুন করে বসলেন দিদিমা! মর্মান্তিক এই অভিযোগ উঠেছে উত্তর প্রদেশের বুলন্দশহরে । বছর ৪৫এর মীনা নাম ওই মহিলাকে গ্রেপ্তার করেছে পুলিশ । দাবি, গত মঙ্গলবার কন্যাসন্তানের জন্ম দেন এক মহিলা। যদিও ওই মহিলার মায়ের ইচ্ছা ছিল তাঁর মেয়ের পুত্রসন্তান

লখনউ, ১৫ জুলাই– দিদিমা চেয়েছিলেন ছেলে হোক। কিন্তু হল মেয়ে। আর সেই রাগেই নিজের দু’দিনের নাতনিকেই খুন করে বসলেন দিদিমা! মর্মান্তিক এই অভিযোগ উঠেছে উত্তর প্রদেশের বুলন্দশহরে ।

বছর ৪৫এর মীনা নাম ওই মহিলাকে গ্রেপ্তার করেছে পুলিশ । দাবি, গত মঙ্গলবার কন্যাসন্তানের জন্ম দেন এক মহিলা। যদিও ওই মহিলার মায়ের ইচ্ছা ছিল তাঁর মেয়ের পুত্রসন্তান হবে। কিন্তু কন্যাসন্তান হওয়ায় হতাশ হন শিশুর দিদিমা। অভিযোগ, এরপরেই বৃহস্পতিবার গভীর রাতে বেসরকারি হাসপাতালেই নিজের নাতনিকে গলা টিপে খুন করেন ওই মহিলা।

Advertisement

শুক্রবার দানিশ খান সিয়ানা থানায় অভিযোগ দায়ের করেন তাঁর শাশুড়ির বিরুদ্ধে। দানিশের অভিযোগের ভিত্তিতে মীনাকে গ্রেপ্তার করে পুলিশ।

Advertisement

Advertisement