বকেয়া ডিএ-র দাবিতে রাজ্য সরকারের হুঁশিয়ারি উড়িয়ে সরাসরি ধর্মঘটে সরকারি কর্মীরা

Written by SNS February 22, 2023 3:37 pm

কলকাতা ,২২ ফেব্রুয়ারি বকেয়া ডিএ -র দাবিতে সোম ও মঙ্গলবার সরকারি কর্মচারীদের মধ্যে কর্মবিরতি নিয়ে ভাল সাড়া মেলায় এ বার ধর্মঘটের কর্মসূচি নিয়েছে সরকারি কর্মচারী ইউনিয়নগুলি। আগামী ৯ মার্চ প্রশাসনিক ধর্মঘটের ডাক দিয়েছে সরকারি কর্মচারী ইউনিয়নগুলি।এই ধর্মঘটে মূলত তাঁরা তিনটি দাবিকে সামনে রাখবেন।জরুরি পরিষেবা ছাড়া ওই দিনে সমস্ত প্রশাসনিক দফতরে ধর্মঘট পালন করা হবে।

প্রশাসনিক ধর্মঘট ডাকা কর্মচারী সংগঠনগুলির ৯ মার্চের ধর্মঘট রুখতে রাজ্য সরকার কড়া বিবৃতি জারি করেছে ।গত শনিবার রাজ্য সরকারের তরফে নবান্ন থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল ।সেই বিজ্ঞপ্তিতে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছিল, সোম ও মঙ্গলবার কোনও সরকারি কর্মচারী কাজে যোগ না দিলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। তবে সংগ্রামী যৌথ মঞ্চের তরফে তাপস চক্রবর্তী বলেছেন,  রাজ্য সরকার কী নির্দেশিকা জারি করবে তা নিয়ে আমাদের মাথাব্যথা নেই। কারণ দু’দিনের কর্মবিরতিতে সরকারি কর্মচারীরা দেখিয়ে দিয়েছে রাজ্য সরকারের কোনও হুঁশিয়ারির কাছে মাথা নত করবেন না তাঁরা।” এদিন দেখা যায় , সোমবার বিধানসভার অধিবেশন শেষে আম্বেদকর মূর্তির পাদদেশে দু’দিনের কর্মবিরতিকে সমর্থন জানিয়ে ধর্না দিয়েছিল বিরোধী বিজেপি পরিষদীয় দল।