• facebook
  • twitter
Thursday, 29 January, 2026

আজ বিশ্ব হাত ধোয়া দিবস, আমাদের সচেতনতা আমাদের হাতে  

কলকাতা,১৫ অক্টোবর — বিশ্ব হাত ধোয়া দিবসটির সূচনা হয়েছিল ২০০৮ সাল থেকে। ওই বছর ১৫ অক্টোবর সুইডেনের স্টোকহোমে বিশ্ব পানি সপ্তাহে জিএইচপি বিশ্বব্যাপী আঞ্চলিক ও স্থানীয় পর্যায়ে সাবান দিয়ে হাত ধোয়া সম্পর্কে সচেতনতা সৃষ্টির উদ্দেশ্যে  সর্বপ্রথম এ দিবসটি পালন করা হয়।  পরে জাতিসংঘের সাধারণ অধিবেশনে দিবসটি প্রতিবছর পালন করার সিদ্ধান্ত নেয়া হয়।দু বছর আগেই যখন

কলকাতা,১৫ অক্টোবর — বিশ্ব হাত ধোয়া দিবসটির সূচনা হয়েছিল ২০০৮ সাল থেকে। ওই বছর ১৫ অক্টোবর সুইডেনের স্টোকহোমে বিশ্ব পানি সপ্তাহে জিএইচপি বিশ্বব্যাপী আঞ্চলিক ও স্থানীয় পর্যায়ে সাবান দিয়ে হাত ধোয়া সম্পর্কে সচেতনতা সৃষ্টির উদ্দেশ্যে  সর্বপ্রথম এ দিবসটি পালন করা হয়।  পরে জাতিসংঘের সাধারণ অধিবেশনে দিবসটি প্রতিবছর পালন করার সিদ্ধান্ত নেয়া হয়।দু বছর আগেই যখন করোনা থাবা বসিয়েছিলো তখন থেকে মানুষ হাত ধোয়া নিয়ে একটু বেশি  সচেতনতা  দেখিয়েছিলো ঠিকই , তবে হাত ধোয়ার প্রয়োজনীয়তা জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা উপলব্ধি করেছেন বহু আগে। তারা মনে করেন, রোগভোগের অর্ধেক বোঝা কমিয়ে ফেলা সম্ভব মানুষ পরিচ্ছন্ন থাকলে, বিশেষ করে হাত ধোয়া রপ্ত করলে। সেই অভ্যাস জনপ্রিয় করতে অনেক আগেই আজ ১৫ অক্টোবরকে ‘বিশ্ব হাত ধোয়া দিবস’ ঘোষণা করেছে রাষ্ট্রপুঞ্জ।

  বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, হাত ধোয়ার অভ্যাসের  ফলে কোটি কোটি মানুষ করোনা থেকে মুক্তি পেয়েছেন তাই শুধু নয়, ডায়রিয়া-সহ নানা ধরনের পেটের ওষুখ, ত্বকের ছোঁয়াচে রোগ ইত্যাদি থেকেও মুক্তি মিলেছিল অনেকটাই।

Advertisement

Advertisement