• facebook
  • twitter
Sunday, 13 October, 2024

রেমন্ডস কর্তা থেকে আলাদা হতে ১১ হাজার কোটির ৭৫% দাবি স্ত্রীর

২৪ বছরের দাম্পত্য ভেঙে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন রেমন্ডস কর্তা গৌতম সিঙ্ঘানিয়া৷ সোমবার গৌতম নিজেই বিবাহ বিচ্ছেদের কথা জানান৷ এই খবর চাউর হতেই শোরগোল পড়ে যায় নেটপাড়ায়৷ এতদিন গৌতমের প্রাক্তন স্ত্রী নওয়াজ মোদি কে তা বেশিরভাগ লোক না জানলেও এবার যেন তাকে জানতে মানুষের যুদ্ধকালীন তৎপরতা শুরু হয়ে যায়৷ তবে এখানে অতিউৎসাহের কারণটা কিন্তু রেমন্ডস

২৪ বছরের দাম্পত্য ভেঙে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন রেমন্ডস কর্তা গৌতম সিঙ্ঘানিয়া৷ সোমবার গৌতম নিজেই বিবাহ বিচ্ছেদের কথা জানান৷ এই খবর চাউর হতেই শোরগোল পড়ে যায় নেটপাড়ায়৷ এতদিন গৌতমের প্রাক্তন স্ত্রী নওয়াজ মোদি কে তা বেশিরভাগ লোক না জানলেও এবার যেন তাকে জানতে মানুষের যুদ্ধকালীন তৎপরতা শুরু হয়ে যায়৷ তবে এখানে অতিউৎসাহের কারণটা কিন্তু রেমন্ডস কর্তার বিবাহবিচ্ছেদ নয় বিষয়টি হল গৌতমের স্ত্রীর দাবি করা টাকার অংক৷
১৯৯৯ সালে সলিসিটর নাদির মোদির কন্যা নওয়াজ মোদির সঙ্গে বৈবাহিক জীবন শুরু করেছিলেন গৌতম৷ গৌতমের মতো নওয়াজও নিজের জীবনে প্রতিষ্ঠিত৷ বি-টাউনে নওয়াজ ফিটনেস গুরু বলে পরিচিত৷ বহু বলি তারকা তাঁর থেকে ফিটনেসের পরামর্শ নেন৷
এবার জানা গেল প্রাক্তন স্বামী গৌতমের থেকে তাঁর সম্পত্তির ৭৫ শতাংশ দাবি করে বসলেন নওয়াজ মোদি! সংবাদমাধ্যম সূত্রে খবর, রেমন্ডস কর্তার সম্পত্তির পরিমাণ ১.৪ বিলিয়ন মার্কিন ডলার৷ ভারতীয় মুদ্রায় যার পরিমাণ ১১ হাজার কোটি টাকারও বেশি৷ সোমবার জানা যায়, দুই পক্ষের সম্মত্তির ভিত্তিতে বিবাদবিচ্ছেদ করছেন গৌতম সিঙ্ঘানিয়া ও নওয়াজ মোদি৷ তবে বিবাহবিচ্ছেদের মীমাংসা করার জন্য নওয়াজ, স্বামীর কাছে তাঁর সম্পত্তির ৭৫ শতাংশ দাবি করেন৷ নওয়াজের কথায়, তাঁর দুই মেয়ে নীহারিকা এবং নিসার আর্থিক সুরক্ষার জন্য এই সম্পত্তির প্রয়োজন৷  নওয়াজের এই দাবি বিবেচনা করে দেখার ইচ্ছে প্রকাশ করেছেন গৌতম, সংবাদমাধ্যম সূত্রে এমনই দাবি করা হয়েছে৷ জানা গেছে, রেমন্ডস কর্তা পরিবারের সম্পদ পরিচালনা ও স্থানান্তর করার জন্য একটি পারিবারিক ট্রাস্ট প্রতিষ্ঠার প্রস্তাব করেছেন৷ সেই ট্রাস্টের ম্যানেজিং ট্রাস্টি হিসেবে কাজ করবেন৷ তাঁর মৃতু্যর পর পরিবারের সদস্যরা সম্পত্তির উত্তরাধিকারী হতে পারবেন৷ এখনই সম্পত্তি ভাগের পক্ষপাতী নন গৌতম৷ রেমন্ডস কর্তার এই প্রস্তাব মানতে নারাজ নওয়াজ৷ ট্রাস্ট আইনে সাধারণত তিনটি প্রধান পক্ষ জডি়ত থাকে৷ একজন সেটলার, যাঁর সম্পত্তিই ট্রাস্টের মূলধন; একজন ট্রাস্টি, যিনি প্রশাসনের পক্ষ থেকে থাকেন এবং একজন সুবিধাপ্রাপক৷ গৌতমের প্রস্তাবিত পারিবারিক ট্রাস্টে, তিনি সেটলার এবং ট্রাস্টি উভয়ের ভূমিকাই পালন করবেন৷