ফের পাওয়া যাবে ডিলিট হওয়া নম্বরও, কিভাবে

Written by SNS January 25, 2024 5:02 pm

মোবাইল ফোনে থাকা অনেক গুরুত্বপূর্ণ ফোন নম্বর আমরা হারিয়ে ফেলি বা ভুল করে ডিলিট করে ফেলি৷ অনেক চেষ্টার পরও সেই নম্বরগুলো খুঁজে পাই না৷ বুঝতে পারি না সেই নম্বর কোথা থেকে খুঁজে পাব৷
অনেকেই জানেন না যে, ডিলিট হয়ে যাওয়া ফোন নম্বর মুহূর্তেই খুঁজে পাওয়া যায়৷ তবে এ জন্য আপনাকে কিছু পদক্ষেপ অনুসরণ করতে হবে৷
যেভাবে ফিরিয়ে আনবেন
১. প্রথমে ফোনে গুগল কন্টাক্টস অ্যাপ ডাউনলোড করুন৷
২. যে ফোন নম্বরটি সেভ করা আছে সেই গুগল আইডি দিয়ে এই অ্যাপে লগইন করুন৷
৩. এখন নিচের দিকে ফিক্স এবং ম্যানেজ আইকনে ট্যাপ করুন৷
৪. এখন আপনি কন্টাক্ট নাম্বার ইমপোর্ট, এক্সপোর্ট অ্যান্ড রিস্টোর করার অপশন পাবেন৷
৫. এখানে রিস্টোর কন্টাক্ট অপশনে ক্লিক করুন৷
৬. তার পর রিস্টোর বাটনে ক্লিক করুন৷ এতেই ডিলিট হওয়া সব কন্টাক্ট নম্বর ফোনে ফিরে আসবে৷
এ ছাড়া ফোন ব্যাকআপ থেকেও ডিলিট হওয়া নম্বর ফিরে পাওয়া যায়৷ যদি ফোনের ব্যাকআপ নিয়ে থাকেন, তবে ফোন ব্যাকআপ থেকে ডিলিট হয়ে যাওয়া কন্টাক্ট নম্বরগুলোও ফিরিয়ে আনতে পারবেন৷
১. প্রথমে ফোনে সেটিংস চালু করুন৷
২. ব্যাকআপ এবং রিস্টোর অপশনে প্রবেশ করুন৷
৩. রিস্টোর অপশনে ট্যাপ করুন৷
৪. কন্টাক্ট অপশনটিতে ক্লিক করুন৷