মোবাইল গেমিংয়ের নামে লোক ঠকিয়ে কোটি কোটির পাহাড়  গার্ডেনরিচে  

Written by SNS September 10, 2022 5:19 pm

কলকাতা,১০ সেপ্টেম্বর — এবার কোনো নেতা-মন্ত্রী নয় এক ব্যাবসায়ী (বা বলা যায় ঠগ ) ঘর থেকে উদ্ধার হলো কোটি কোটির পাহাড় গার্ডেনরিচের নিসার আহমেদ খানের ছেলে রাতারাতি লোক ঠকিয়ে কোটিপতি হয়ে গিয়েছিল বলে প্রাথমিক তদন্তের পর জানাল ইডি ! খবর  লেখা পর্যন্ত ৮ কোটি টাকা উদ্ধার করেছে ইডি। 

 কেন্দ্রীয় গোয়েন্দা এজেন্সি জানিয়েছে, গার্ডেনরিচ  এলাকার ট্রাভেলের ব্যবসা করেন নিসার আহমেদ খান। তাঁর ছেলে হল আমির। বছর কয়েক আগে এই আমির মানুষ ঠকানোর কারবার শুরু করেছিল। ই-নাগেটস নামে একটি মোবাইল গেমিং অ্যাপ্লিকেশন শুরু করেছিল আমির। কিন্তু সেই মোবাইল অ্যাপ্লিকেশন তথা অ্যাপের আসল উদ্দেশ্য ছিল জালিয়াতি করে মানুষের টাকা হাতিয়ে নেওয়া।

ইডি জানিয়েছে, শুরুতে ইউজারদের বা গেমিং অ্যাপ ব্যবহারকারীদের রিওয়ার্ড পয়েন্ট হিসাবে কমিশন দিত ই-নাগেটস। অ্যাপের মাধ্যমে বলা হত যে ওই রিওয়ার্ড ওয়ালেটে জমা হচ্ছে। তার পর ওয়ালেট থেকে তা সহজেই তোলা যাবে।