• facebook
  • twitter
Monday, 7 October, 2024

মুম্বইয়ে ফুটব্রিজ ভেঙ্গে মৃত ৫

মুম্বইয়ে ফুটব্রিজ ভেঙ্গে মৃত ৫

ছবি: পিটিআই

ব্যস্ততম সময়ে ভেঙ্গে পড়ল ফুট ওভার ব্রিজ। এই দুর্ঘটনায় নিহত ৫, আহত প্রায় ২৩জন। ঘটনাটি ঘটেছে মুম্বইতে। বৃহস্পতিবার সন্ধ্যে সাড়ে সাতটা নাগাদ উত্তর ছত্রপতি শিবাজী মহারাজ টার্মিনাস রেলওয়ে স্টেশনের সঙ্গে বিটি লেন সংযোগকারী ফুট ওভার ব্রিজটি ভেঙ্গে পড়ে । সূত্রের খবর , এই ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। পুলিশ সূত্রে খবর , এই ঘটনায় আহতদের দ্রূত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। স্থানীয় পুরসভাই ফিটব্রিজটির রক্ষ্ণণাবেক্ষণ করে। পর্যাপ্ত নজরদারির অভাবেই কি এই ঘটনা? উঠছে প্রশ্ন। উল্লেখযোগ্য ভাবে গত বছর আন্ধেরিতে একটি ফুট ওভার ব্রিজ ভেঙ্গে পড়ে। এরপর শহরের সমস্ত ব্রিজগুলির স্বাস্থ্য পরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল প্রশাসনের তরফে। ভেঙ্গে পড়া ফুটব্রিজের সংস্কার প্রয়োজন এই পরীক্ষার রিপোর্টে উল্লেখ করা হয়েছিল এমনটাই। এই দুর্ঘটনার জেরে রাস্তাঘাটে প্রবল যানজটের সৃষ্টি হয়।