গ্যাস সিলিন্ডার ফেটে ভয়াবহ আগুন নাগাল্যান্ডে

Written by SNS April 10, 2023 7:03 pm

কোহিমা, ১০ এপ্রিল– নাগাল্যান্ডের বার্মা ক্যাম্পে ভয়াবহ আগুনের ঘটনায় পুড়ে মৃত্যু হল এক বৃদ্ধার। ঘরবাড়ি পুড়ে যাওয়ায় মাথার উপরের ছাদ হারিয়েছেন এলাকাবাসী। রবিবার দুপুর ১২টা নাগাদ নাগাল্যান্ডের ডিমাপুর জেলার বার্মা ক্যাম্পের পূর্ব ব্লকে এই ঘটনাটি ঘটেছে। আগুনে পুড়ে মারা গিয়েছেন সত্তর বছরের এক বৃদ্ধা। এলাকার বহু ঘরবাড়ি পুড়ে গিয়েছে।

দমকল সূত্রে খবর, গ্যাস সিলিন্ডার ফেটে ওই এলাকায় আগুন লেগেছিল। আগুন লাগার সঙ্গে সঙ্গে এলাকার আশপাশে তা ছড়িয়ে পড়ে। আগুনে পুড়ে মারা গিয়েছেন সত্তর বছরের এক বৃদ্ধা। আহতের সংখ্যাও বহু।

এলাকায় খড়ের তৈরি প্রচুর বাড়ি ছিল। আগুন ছড়িয়ে যাওয়ায় সেই বাড়িগুলি পুড়ে নষ্ট হয়ে যায়। সংবাদ সংস্থা সূত্রে খবর, ঘরবাড়ি হারিয়ে উদ্বাস্তু হয়ে পড়েছেন ৯০০ জন বাসিন্দা। আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন দমকল কর্মীরা। তিন ঘণ্টা ধরে আগুন নেভানোর চেষ্টার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। স্থানীয় বাসিন্দা সূত্রে খবর, লক্ষ লক্ষ টাকার সম্পত্তির ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। কয়েক জন এখনও নিখোঁজ বলে দাবি করেছেন এলাকাবাসীরা। ২০১১ সালে নাকি ওই এলাকায় আগুন লেগেছিল। তিন জন ওই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিলেন।