কলকাতা ,১০ মে — এক বছর আগে ‘দ্য কাশ্মীর ফাইলস’ নিয়ে বিতর্ক দানা বেধেছিল। এ বার বিতর্ক ‘দ্য কেরালা স্টোরি’ ছবিকে ঘিরে । আর সেই বিতর্কে জড়িয়ে গেল বাংলাও।মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ ছিল, এই ধরনের ছবি অশান্তি ছড়াতে পারে, উত্তাল করে তুলতে পারে রাজ্যের পরিস্থিতি। আর তাই গোটা পশ্চিমবঙ্গে নিষিদ্ধ করা হয়েছে এই ছবির শো।
গিল্ড অফ ইন্ডিয়া একটি স্টেটমেন্টে জানিয়েছে, দর্শক নিজে পছন্দ করবেন কোন ছবি তাঁরা দেখবেন বা কোন ছবি দেখবেন না। কোনও রাজ্যের একটি ছবিকে নিষিদ্ধ করার কোনও অধিকার নেই।কোনও রাজ্য বা কোনও রাজনৈতিক দলের বিশেষ কোনও একটি ছবিকে নিষিদ্ধ করার কোনও অধিকার নেই। সেন্ট্রাল বোর্ড ছাড়া আর কারও কোনও ছবি নিষিদ্ধ করার অধিকার নেই। দর্শকের ওপর বিশ্বাস রাখতেই হবে।’
Advertisement
Advertisement



