• facebook
  • twitter
Friday, 5 December, 2025

জলে ডুবতে থাকা দুই মেয়েকে বাঁচাতে গিয়ে মৃত্যু বাবারও 

লালগোলা, ১ নভেম্বর– মেয়েদের ডুবতে দেখে জলে ঝাঁপ দিলেন বাবাও। কিন্তু মেয়েদের তো বাঁচাতে পারলেনই না বরং মৃত্যু হল তারও। ঘটনার জেরে শোকের ছায়া নেমেছে মুর্শিদাবাদের লালগোলার মুকিমনগর গ্রামে জানা গেছে, সোমবার দুপুর ১২টা নাগাদ বাড়ি থেকে কিছুটা দূরে খেতে চাষের কাজ করছিলেন  রইজুদ্দিন শেখ (৪৫) । বাবাকে দুপুরের খাবার দিতে গিয়ে বিলের জলে পড়ে গিয়েছিল দুই

লালগোলা, ১ নভেম্বর– মেয়েদের ডুবতে দেখে জলে ঝাঁপ দিলেন বাবাও। কিন্তু মেয়েদের তো বাঁচাতে পারলেনই না বরং মৃত্যু হল তারও। ঘটনার জেরে শোকের ছায়া নেমেছে মুর্শিদাবাদের লালগোলার মুকিমনগর গ্রামে

জানা গেছে, সোমবার দুপুর ১২টা নাগাদ বাড়ি থেকে কিছুটা দূরে খেতে চাষের কাজ করছিলেন  রইজুদ্দিন শেখ (৪৫) । বাবাকে দুপুরের খাবার দিতে গিয়ে বিলের জলে পড়ে গিয়েছিল দুই মেয়ে  আনিসা খাতুন (৮), নাফিসা সুলতানা (১১)।

Advertisement

ঘটনার পর বেশ কয়েকজন স্থানীয় বাসিন্দা ছুটে এসে তিনজনকে বিলের জল থেকে টেনে তোলে। পরে কৃষ্ণপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তিনজনকেই মৃত বলে ঘোষণা করেন। পরে সেই তিনটি মৃতদেহ ময়নাতদন্তের জন্য লালবাগ মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

Advertisement

Advertisement