• facebook
  • twitter
Friday, 13 September, 2024

যুদ্ধে জর্জরিত গাজার পাশে এলন মাস্ক

অটোয়া, ২২ নভেম্বর –  যুদ্ধে জর্জরিত গাজার পাশে দাঁড়ালেন মার্কিন ধনকুবের এলন মাস্ক। মাস্ক তাঁর এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানিয়েছেন, যুদ্ধবিধ্বস্ত গাজার হাসপাতালগুলিতে বিজ্ঞাপন থেকে পাওয়া সব টাকা দান করবেন। এক্স হ্যান্ডেলে বিজ্ঞাপন বাবদ যা আয় হবে, পুরো টাকাটাই ইজরায়েলের হাসপাতাল ও যুদ্ধবিধ্বস্ত গাজায় অনুদান হিসেবে দেওয়া হবে। বুধবার মধ্য রাতে নিজেই এক্স হ্যান্ডেলে পোস্ট করে এই ঘোষণা

Elon Musk.

অটোয়া, ২২ নভেম্বর –  যুদ্ধে জর্জরিত গাজার পাশে দাঁড়ালেন মার্কিন ধনকুবের এলন মাস্ক। মাস্ক তাঁর এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানিয়েছেন, যুদ্ধবিধ্বস্ত গাজার হাসপাতালগুলিতে বিজ্ঞাপন থেকে পাওয়া সব টাকা দান করবেন। এক্স হ্যান্ডেলে বিজ্ঞাপন বাবদ যা আয় হবে, পুরো টাকাটাই ইজরায়েলের হাসপাতাল ও যুদ্ধবিধ্বস্ত গাজায় অনুদান হিসেবে দেওয়া হবে। বুধবার মধ্য রাতে নিজেই এক্স হ্যান্ডেলে পোস্ট করে এই ঘোষণা করেন ইলন মাস্ক। তিনি লেখেন, “বিজ্ঞাপন ও সাবস্ক্রিপশন বাবদ যা আয় হবে, তা  গাজা, রেড ক্রস ও ইজরায়েলের হাসপাতালে অনুদান হিসাবে পাঠানো হবে।”

এই প্রথম নয়, এর আগেও ইজরায়েল-হামাসের যুদ্ধ চলাকালীন সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন মাস্ক। আর্তদের পাশে দাঁড়াতে দেখা গিয়েছিল তাঁকে। গত মাসে যখন যুদ্ধবিধ্বস্ত গাজায় ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় , সেই সময়ও মাস্ক ঘোষণা করেছিলেন গাজায় ইন্টারনেট পরিষেবা দেবে তাঁর সংস্থা স্টারলিঙ্ক। এই স্টারলিঙ্ক বিশ্বের প্রত্যন্ত অঞ্চলেও অত্যন্ত কম খরচে ইন্টারনেট পরিষেবা দেয়।