জোরাল ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান

Written by Sunita Das November 15, 2023 4:55 pm
করাচি: আতঙ্ক বাড়ছে। মঙ্গলবার ভূমিকম্পে কেঁপে উঠেছিল লাদাখ থেকে ভারত মহাসাগর। তীব্র কম্পন অনুভূত হয়েছিল শ্রীলঙ্কার রাজধানী কলম্বোয়। এবার বুধবার জোরাল ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান। স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়েছে।

ন্যাশনাল সিসমোলজি সেন্টার সূত্রে খবর, এদিন ভোর ৫টা ৩৫ মিনিট নাগাদ ভূমিকম্পে কেঁপে ওঠে পাকিস্তান। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৫.২। ভূমিকম্পের উৎসস্থল ছিল পাকিস্তান-আফগানিস্তান সীমান্তের কাছে, ভূ-পৃষ্ঠের ১৮ কিলোমিটার গভীরে। স্বাভাবিকভাবেই পাকিস্তানের পাশাপাশি তাজিকিস্তান ও আফগানিস্তানেও কম্পন অনুভূত হয়েছে। তবে এই ভূমিকম্পে প্রাণহানি বা ক্ষয়ক্ষতির কোনও খবর নেই। কিন্তু, পরপর ভূমিকম্পের ঘটনায় আতঙ্ক বাড়ছে।

প্রসঙ্গত, গত সোমবারও ভূমিকম্পে কেঁপে উঠেছিল তাজিকিস্তান। তারপর মঙ্গলবার কেঁপে ওঠে শ্রীলঙ্কা থেকে লাদাখ। এর পরদিন ফের পাকিস্তানে জোরাল ভূমিকম্পের ঘটনা ঘটল। গত সপ্তাহে আবার নেপালে জোরাল ভূমিকম্পের ঘটনা ঘটেছিল। সেই কম্পনের তীব্রতা ছড়িয়েছিল দিল্লি-এনসিআর অঞ্চলেও।