পায়েল সেনশর্মা
ধর্ষণের বিরুদ্ধে সোচ্চার প্রতিবাদ। আবার খুলছে বানতলা ধর্ষণ কাণ্ডের ফাইল। বাস্তব ক্ষেত্রে নয়, নব্বই এর দশকের এই বিতর্কিত বিষয় এবার বাংলা ছবিতে।এবার এমনই এক বিষয় নিয়ে বড় পর্দায় ফিরছেন পরিচালক কিংশুক দে। ব্লু বেরি এন্টারটেনমেন্ট নিবেদিত, মিনু পারেখ ও নীলেশ পারেখ প্রযোজিত ছবির নাম ‘ দ্য রেড ফাইলস’। ছবিতে মুখ্য ভূমিকায় রয়েছেন মুমতাজ সরকার, কিঞ্জল নন্দ, বিদীপ্তা চক্রবর্তী, নবাগতা তানিকশা রায়, এবং শ্যামল চক্রবর্তী। তাছাড়া বিশেষ ভূমিকায় দেখা যাবে দেবপ্রসাদ হালদার, অভিরূপ চৌধুরী, সুব্রত নন্দী, দীপক হালদার, সৌমেন্দ্র ভট্টাচার্য, সুজয় মজুমদার,জুই সরকার, বরুণ চক্রবর্তী, দোয়েল রায় নন্দী, অনিত চক্রবর্তী, সঞ্জীব ঘোষ, সুমন রায়, দেবাঞ্জন মিত্র, বিক্রমজিত মুখার্জী, দেবাশীষ নাথ, মিশর বসু, মৌসুমী চক্রবর্তী, জাসগুন বির-কে।
Advertisement
Advertisement
Advertisement



