• facebook
  • twitter
Saturday, 6 December, 2025

‘জওয়ান’ শাহরুখের মা দীপিকা

মুম্বই: সপ্তাহের প্রথম দিনেই মুক্তি পেয়েছে ‘জওয়ান’ ছবির ট্রেলার। ২ মিনিট ১২ সেকেন্ডের প্রিভিউতে নানা অবতারে রয়েছেন কিং খান। সঙ্গে নয়নতারা, সান্য মলহোত্র, বিজয় সেতপুতি, প্রিয়মণির মতো তারকাদের মেলা। তবে এই প্রিভিউতে চমকে দিয়েছেন দীপিকা পাড়ুকোন। বিশেষ অতিথি হিসেবে এই ছবিতে থাকলেও তিনি রয়েছেন অ্যাকশন সিনে। তবে এর থেকেও বড় চমক হল দীপিকা নাকি ছবিই

মুম্বই: সপ্তাহের প্রথম দিনেই মুক্তি পেয়েছে ‘জওয়ান’ ছবির ট্রেলার। ২ মিনিট ১২ সেকেন্ডের প্রিভিউতে নানা অবতারে রয়েছেন কিং খান। সঙ্গে নয়নতারা, সান্য মলহোত্র, বিজয় সেতপুতি, প্রিয়মণির মতো তারকাদের মেলা। তবে এই প্রিভিউতে চমকে দিয়েছেন দীপিকা পাড়ুকোন। বিশেষ অতিথি হিসেবে এই ছবিতে থাকলেও তিনি রয়েছেন অ্যাকশন সিনে। তবে এর থেকেও বড় চমক হল দীপিকা নাকি ছবিই রয়েছেন শাহরুখের মায়ের চরিত্রে।

দীপিকা-শাহরুখের প্রেম দর্শকদের যে মনে স্থান করে নিয়েছে তার বড় প্রমান পাঠান। ‘জওয়ান’-এ প্রকাশ্যে এল, লাল লেহঙ্গা পরা দীপিকার ঝলক। ‘জওয়ান’ ছবিতে দ্বৈত চরিত্রে দেখা যাবে শাহরুখকে। সেই কারণেই অভিনেতা থাকছেন বাবা-ছেলে দুই চরিত্রেই। তাই দীপিকাকে যেমন মায়ের চরিত্রে দেখা যাবে, তেমনই দেখা যাবে শাহরুখের স্ত্রীয়ের চরিত্রে। শোনা যাচ্ছে, দীপিকার চরিত্রটা জেলে জন্ম দেবে সন্তানের। বাবার মৃত্যুর প্রতিশোধ নেবে জুনিয়র শাহরুখ।

Advertisement

এর আগে ‘ব্রহ্মাস্ত্র’-এর প্রথম পর্বে দেখা গিয়েছিল শিব অর্থাৎ রণবীর কপূরের মায়ের এক ঝলক। দ্বিতীয় ছবি শিবের বাবা-মা মানে দেব এবং অমৃতার গল্প। এক ঝলক অমৃতাকে পর্দায় দেখেই অনেকে বুঝে গিয়েছিলেন, তিনি দীপিকা পাড়ুকোন। পরে অবশ্য পরিচালক অয়ন মুখোপাধ্যায় জানান, রণবীরের মায়ের চরিত্রে থাকছেন দীপিকাই।

Advertisement

Advertisement