কলকাতা:- ইতিমধ্যে একাধিক জায়গায় বন্দে ভারত চালু হয়ে গেছে। খুব শীঘ্রই আরও বেশ কয়েকটি বন্দে ভারত পেতে পারে বাংলা। সূত্রের খবর, উদ্বোধনের অপেক্ষায় রয়েছে পাটনা-হাওড়া বন্দে ভারতও। এছাড়াও রাঁচি-হাওড়া বন্দে ভারত এবং হাওড়া বারাণসী বন্দে ভারত পরিষেবা শুরু হতে পারে বলেও জানা গিয়েছে। সূত্রের খবর, শোনা যাচ্ছে, বনগাঁ-দিঘা বন্দে ভারত চালু হতে পারে বলে জোর জল্পনা তৈরি হয়েছে। বিজেপি বিধায়কের একটি চিঠি ঘিরে শুরু হয়েছে এই জল্পনা। সূত্রের খবর, কেন্দ্রীয়মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে এই বনগাঁ দিঘা পরিষেবা চালু করার আবেদন জানিয়েছেন বনগাঁর বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়া। কেন এই পরিষেবা চালু করা দরকার সে বিষয়ও রেলমন্ত্রীকে দেওয়া চিঠিতে উল্লেখ করেছেন বিধায়ক। জানা গিয়েছে, তিনি দাবি করেন, বনগাঁ, গোবরডাঙ্গা সহ উত্তর ২৪ পরগণার মানুষের দীর্ঘদিনের চাহিদার কথাও জানানো হয়েছে। আর তা সবটাই রেলমন্ত্রী তাঁর ডায়েরিতে লিখে নিয়েছেন বলেও জানিয়েছেন বিধায়ক। সূত্রের খবর, বনগাঁ মানুষের দাবি করেন, সম্প্রতি বঙ্গ বিজেপির একটি বৈঠক ছিল। সেখানে উপস্থিত ছিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। আর সেই বৈঠকেই উপস্থিত ছিলেন অশোক কীর্তনিয়া। আর সেখানে রেলমন্ত্রীকে সরাসরি এই দাবির কথা জানান। সূত্রের খবর, অশোক কীর্তনিয়া জানান, বনগাঁর মানুষ চান একটা বন্দেভারত চালু হোক। আর তা দিঘা পর্যন্ত চলুক। আর তা শুনে রেলমন্ত্রী তা চালু করার আশ্বাস দিয়েছেন বলেই জানান বিজেপি বিধায়ক।
সূত্রের খবর, জানা গিয়েছে, সংবাদমাধ্যমকে অশোক কীর্তনিয়া জানিয়েছেন, দ্রুত এই পরিষেবা চালু করার আশ্বাস দিয়েছেন রেলমন্ত্রী। তবে নতুন একটা পরিষেবা শুরু করতে সময় লাগে। তবে নতুন লাইন বসানোর কোনও পরিকল্পনা নেই, যে লাইন আছে সেটা রক্ষণাবেক্ষণ করে চালু করা যাবে বলেও সংবাদমাধ্যমকে জানিয়েছেন বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়া। যদিও রেলের তরফে এই পরিষেবা চালু করা নিয়ে এখনও কোনও বক্তব্য জানাননি।
Advertisement
Advertisement



