• facebook
  • twitter
Friday, 13 September, 2024

নােটবন্দি ও জিএসটি ছিল মােদি সরকারের বােকামি : রাহুল গান্ধি

মােদি সরকার দেশের অর্থনীতিকে ভুল পথে চালিত করেছে। নােটবন্দি ও জিএসটি ছিল তাঁর জলন্ত উদাহরণ। শনিবার উত্তরপ্রদেশে রায়বরেলির জনসভায় রাহুল গান্ধি বলেন, জিএসটি এবং নােটবন্দির মতাে ভুল সিদ্ধান্ত দেশকে অনেক পিছিয়ে দিয়েছে। গত ৭০ বছরে দেশে যা হয়নি মােদি সরকার আসার পর তাই করে দেখান হল বলে অভিযােগ করলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি।

কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি (Photo: IANS)

মােদি সরকার দেশের অর্থনীতিকে ভুল পথে চালিত করেছে। নােটবন্দি ও জিএসটি ছিল তাঁর জলন্ত উদাহরণ। শনিবার উত্তরপ্রদেশে রায়বরেলির জনসভায় রাহুল গান্ধি বলেন, জিএসটি এবং নােটবন্দির মতাে ভুল সিদ্ধান্ত দেশকে অনেক পিছিয়ে দিয়েছে। গত ৭০ বছরে দেশে যা হয়নি মােদি সরকার আসার পর তাই করে দেখান হল বলে অভিযােগ করলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি।

জিএসটিকে ‘গর সিং ট্যাক্স’ নাম দিয়েছেন রাহুল গান্ধি। এর আগে কোনও সরকার নােটবন্দি বা গব্বর সিং ট্যাক্স বসানাের মতাে ভুল কাজ করেনি। সােনিয়া গান্ধির লােকসভা কেন্দ্র রায়বরেলিতে আজ নির্বাচনী জনসভায় রাহুল গান্ধি মােদি সরকারের আমলে দেশে কর্মসংস্থানের হিসাব দেওয়ার সময় বলেন, ‘একজন যুবক বলতে পারবেন না চৌকিদার তাকে চাকরি দিয়েছেন।’

দেশের অর্থনীতির বেহাল অবস্থার জন্য তিনি নােটবন্দির মতাে ভুল সিদ্ধান্তকেই দায়ী করেছেন। সেই সঙ্গে কংগ্রেস সরকারের তুলনা টেনে এনে বলেন, ‘নােটবন্দির মতাে ভুল কাজ হয়নি কংগ্রেসী আমলে।’ গত ৪৫ বছরে দেশে বেকারের হার সব থেকে বেড়েছে বলে অভিযােগ তুলেছেন রাহুল। উত্তরপ্রদেশে কংগ্রেসের দুই লােকসভা কেন্দ্র রায়বরেলি এবং আমেথির মানুষকে প্রতারণা করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মােদি।

কংগ্রেস সরকার এলে বেকার যুবকদের সরকারি চাকরির আশ্বাস এর আগেই দিয়েছিলেন রাহুল গান্ধি। আজও তিনি জানালেন, ‘পঞ্চায়েতে ১০ লাখ বেকারদের চাকরি দেওয়া হবে।’ রায়বেরিলির যুবকদের কাছে তিনি জানতে চান চৌকিদার তাদের এখনও পর্যন্ত কত চাকরি দিয়েছেন?

কৃষকদের উদ্দেশ্যে রাহুল গান্ধি বলেন, মােদি সরকার কৃষকরা ঋণ শােধ করতে না পারলে তাদের জেলে পাঠায় অথচ বিজয় মালিয়া, নীরব মােদি বা মেহুল চোকসির জন্য তিনি কিছুই করেন না।