• facebook
  • twitter
Friday, 5 December, 2025

কেজরীকে হত্যার চক্রান্ত করছেন দিল্লির বিজেপি সাংসদ : মনীশ সিসোদিয়া 

দিল্লি, ২৫ নভেম্বর– দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টি (আপ)-র নেতা অরবিন্দ কেজরীওয়ালকে খুনের চক্রান্ত করছে বিজেপি।আর সেই চক্রান্তটি উত্তর-পূর্ব দিল্লির সাংসদ তথা অভিনেতা মনোজ তিওয়ারির মস্তিষ্ক প্রসূত। মনোজ দিল্লির বিজেপির প্রাক্তন সভাপতিও। শুক্রবার এই অভিযোগ করেছেন, দিল্লির উপমুখ্যমন্ত্রী তথা আপ নেতা মণীশ সিসোদিয়া । আগামী ৪ ডিসেম্বর দিল্লিতে পুরভোট। তার আগে বিভিন্ন প্রচারসভায় মনোজ

দিল্লি, ২৫ নভেম্বর– দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টি (আপ)-র নেতা অরবিন্দ কেজরীওয়ালকে খুনের চক্রান্ত করছে বিজেপি।আর সেই চক্রান্তটি উত্তর-পূর্ব দিল্লির সাংসদ তথা অভিনেতা মনোজ তিওয়ারির মস্তিষ্ক প্রসূত। মনোজ দিল্লির বিজেপির প্রাক্তন সভাপতিও। শুক্রবার এই অভিযোগ করেছেন, দিল্লির উপমুখ্যমন্ত্রী তথা আপ নেতা মণীশ সিসোদিয়া ।

আগামী ৪ ডিসেম্বর দিল্লিতে পুরভোট। তার আগে বিভিন্ন প্রচারসভায় মনোজ ধারাবাহিক ভাবে কেজরীকে খুনে উস্কানি দিচ্ছেন বলে অভিযোগ সিসোদিয়ার। তিনি বলেন, ‘মনোজ প্রকাশ্যে দুষ্কৃতীদের কেজরীওয়ালকে খুন করতে উস্কানি দিচ্ছেন। তিনি খুনের পরিকল্পনাও করেছেন।’ আপের তরফে নির্বাচন কমিশন এবং পুলিশের কাছে মনোজের বিরুদ্ধে অভিযোগ জানানো হবে বলে জানিয়ে সিসোদিয়া বলেন, ‘আমরা মনোজ তিওয়ারিকে গ্রেফতারের দাবি জানাব।’

Advertisement

 

Advertisement

Advertisement