পুলিশের জেরায় চিঠি লেখার কথা স্বীকার দীপশেখরের  

Written by SNS August 14, 2023 8:04 pm

কলকাতা, ১৪ অগাস্ট – যাদবপুরে ছাত্রের অস্বাভাবিক মৃত্যুর তদন্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে ভাইরাল হওয়া চিঠি। ৯ তারিখ রাতে যাদবপুরের মেন হস্টেলের তিনতলা থেকে পড়ে যায় বিএ প্রথম বর্ষের ছাত্র। ভোরে হাসপাতালে মারা যায় সে। তারই ডায়েরির পাতায় লেখা এক পাতার একটি চিঠি ঘিরে ষড়যন্ত্রের গন্ধ পান তদন্তকারীরা। তার সূত্র ধরে এই ঘটনায় এক প্রাক্তনী ও দুই ছাত্রকে গ্রেফতার করেছে পুলিশ। দীপশেখর দত্ত নামে এক ছাত্রকে গ্রেফতার করা হয়েছে। ভাইরাল চিঠি দীপশেখরের লেখা বলে তদন্তে জানতে পেরেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, দীপশেখর পুলিশের কাছে স্বীকার করেছে এই চিঠি তাঁরই লেখা বলে। চিঠি প্রেরকের জায়গায় নিহত ছাত্রের সই। চিঠিতে এক সিনিয়র দাদার বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে। যদিও চিঠির হাতের লেখা ছেলের নয় বলে প্রথম থেকেই দাবি করেছিলেন নিহতের বাবা। সূত্রের খবর, দীপশেখর পুলিশি জেরায় স্বীকার করেছেন এই চিঠি তিনি লিখেছেন। তবে এর সত্যতাও খতিয়ে দেখা হচ্ছে।

একইসঙ্গে ধৃত দীপশেখর, সৌরভ ও মনোতোষের মোবাইল ফোনও খুবই  গুরুত্বপূর্ণ। কারণ, একটি ভিডিয়ো ফুটেজের কথা শোনা যাচ্ছে। এখনও পর্যন্ত সেই ফুটেজ পুলিশ পায়নি। মনে করা হচ্ছে সেই ভিডিও ডিলিট করে দেওয়া হয়েছে। সূত্রের দাবি, তিন ধৃতের মোবাইল ফোন ফরেন্সিক ল্যাবে পাঠানো হতে পারে ।