• facebook
  • twitter
Friday, 5 December, 2025

জ্যাকেটে হাবির মুখ, রণবীরকে নিয়ে ‘রকি অউর রানির প্রেম’ দেখলেন দীপিকা  

হায়দরাবাদ, ৩০ জুলাই – স্ত্রী দীপিকাকে নিয়ে নিজের সদ্য মুক্তিপ্রাপ্ত ছবি রকি অউর রানী কি প্রেম কাহানি দেখতে গেলেন রণবীর সিং।  এই ছবির স্পেশাল স্ক্রিনিং মিস করেন দীপিকা।  তাই স্ত্রীকে নিয়ে মুম্বাইয়ের পিভিআর-এ ছবি দেখলেন রণবীর। শুক্রবার এই ছবি মুক্তি পায়।  পাপারাত্জিদের তোলা এই বলিউড তারকা দম্পতির ছবি ভাইরাল হয়।  ভাইরাল ফুটেজে রণবীরকে দেখা যায় কালো পোশাকে।

হায়দরাবাদ, ৩০ জুলাই – স্ত্রী দীপিকাকে নিয়ে নিজের সদ্য মুক্তিপ্রাপ্ত ছবি রকি অউর রানী কি প্রেম কাহানি দেখতে গেলেন রণবীর সিং।  এই ছবির স্পেশাল স্ক্রিনিং মিস করেন দীপিকা।  তাই স্ত্রীকে নিয়ে মুম্বাইয়ের পিভিআর-এ ছবি দেখলেন রণবীর। শুক্রবার এই ছবি মুক্তি পায়।  পাপারাত্জিদের তোলা এই বলিউড তারকা দম্পতির ছবি ভাইরাল হয়। 

ভাইরাল ফুটেজে রণবীরকে দেখা যায় কালো পোশাকে। মাথায় কালো টুপি, কালো মাস্ক , ও চোখে কালো সানগ্লাস। দীপিকার পরনে ছিল ডেনিম জ্যাকেট , তাতে সেলাই করে লেখা ছিল রণবীরের  নামের আদ্যাক্ষর ‘আরএস’. জ্যাকেটটির পিছনে ছিল রণবীরের একটি বড় ছবি. ফছবিটি দেখতে যাওয়ার সময় দীপিকার ইন্স্টাগ্রামে সুন্দর এক সেলফি পোস্ট করেন রণবীর। ছবির সঙ্গে তিনি একটি পোলও পোস্ট করে লেখেন , ‘দীপিকা কি ছবিটি পছন্দ করবেন ?’ ‘নাকি করবেন না’।  উত্তর দেওয়ার অপশনে তিনি লেখেন ‘তিনি পছন্দ করবেন’, ‘তিনি হাসবেন’ এবং ‘চুপ কর চপ্পল খায়েগা ‘ . 

এই ছবিতে আলিয়া ভাট এবং রণবীর জুটি ছাড়াও জয়া বচ্চন, ধর্মেন্দ্র এবং শাবানা আজমি-সহ  বড় তারকাদের সমারোহ।     

Advertisement

 

Advertisement

Advertisement