এশিয়ান গেমসে ভারতকে সোনা এনে দিল দীপিকা ও হরিন্দর জুটি।

Written by SNS October 6, 2023 10:44 am

ভারত:- এশিয়ান গেমসে ভারতের দ্বিতীয় সোনাটি এলো স্কোয়াশে । এই এশিয়াডে স্কোয়াশে  এটি ভারতের দ্বিতীয় সোনা জয়। প্রথমে সোনা জিতেছিল মহিলাদের কম্পাউন্ড তিরন্দাজির দল। স্কোয়াশের মিক্সড ডাবলসে সোনা জেতালেন দীপিকা পাল্লিকল ও হরিন্দর পাল সিং সান্ধু। পিভি সিন্ধুর হতাশাজনক পারফরম্যান্সের পর ব্যাডমিন্টনে ভারতের পদক নিশ্চিত করলেন এইচএস প্রণয়। ফাইনালে দীপিকা-হরিন্দর জুটির সামনে ছিল মালয়েশিয়ার আইফা বিনতি আজমান ও সিয়াফিক কামালের জুটি। ৩৫ মিনিটের মধ্যে ১১-১০, ১১-১০ ব্যবধানে জয় ছিনিয়ে নেন দীপিকারা। সূত্রের খবর, এবারের এশিয়াডে এই নিয়ে স্কোয়াশে  ভারত চতুর্থ পদক জিতল। ব্যক্তিগত বিভাগের ফাইনালে নামবেন সৌরভ ঘোষাল, সোনা জয়ের লক্ষ্যেই। এর আগে, স্কোয়াশে  পুরুষদের দলগত বিভাগের ফাইনালে পাকিস্তানকে হারিয়ে সোনা জেতে ভারত। সেই দলেও ছিলেন সৌরভ। মহিলাদের দলগত বিভাগে এসেছে ব্রোঞ্জ। এ ছাড়া মিক্সড ডাবলসে অনাহত-অভয় সিংয়ের জুটি ব্রোঞ্জ ঝুলিতে পুরেছে। জানা গিয়েছে, মালয়েশীয় জুটি একটা সময় ৬-৪ ব্যবধানে এগিয়ে গিয়েছিল। এরপর পাল্লিকল-সান্ধু জুটি দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে ৮-৬ ব্যবধানে এগিয়ে যায়। এরপর টানা চারটি পয়েন্ট জেতে মালয়েশীয় জুটি। প্রথম গেম হেরে যাওয়ার আশঙ্কা যখন জাঁকিয়ে বসছে তখন আবার কামব্যাক দীপিকাদের। দ্বিতীয় গেমে পাল্লিকল-সান্ধু জুটি শুরু থেকেই দাপট দেখাতে থাকে। ৯-৩ ব্যবধানে এগিয়েও যায়। মালয়েশীয় জুটি এরপর টানা সাতটি পয়েন্ট ঝুলিতে পুরে নেয়। ফল দাঁড়ায় ১০-৯। যদিও এরপর আর প্রতিপক্ষকে সুযোগ দেননি দীপিকারা। আর কিছুক্ষণ পরেই রয়েছে পুরুষদের সিঙ্গলসের গোল্ড মেডেল ম্যাচ। সৌরভ ঘোষাল নামবেন মালয়েশিয়ার ইও ইয়েন এনজির বিরুদ্ধে। জানা গিয়েছে, অন্যদিকে, ব্যাডমিন্টনে ভারতের পদক নিশ্চিত করেছেন এইচএস প্রণয়। তিনি তিন সেটের লড়াই জিতে পৌঁছে গিয়েছেন সেমিফাইনালে। মালয়েশিয়ার লি জি জিয়াকে ৭৮ মিনিটের লড়াইয়ে হারালেন ২১-১৬, ২১-২৩, ২৩-২১ ব্যবধানে।