রাজস্থানে সরকারি চাকরিতে খেলোয়াড়দের জন্য ২ শতাংশ পদ সংরক্ষণের সিদ্ধান্ত

Written by SNS September 17, 2022 5:09 pm

জয়পুর,১৭ সেপ্টেম্বর —  কৃতী খেলোয়াড়দের সরকারি চাকরির সুযোগ করে দিতে বড় সিদ্ধান্ত নিল রাজস্থান সরকার । মুখ্যমন্ত্রী অশোক গেহলট ঘোষণা করেছেন, সরকারি চাকরিতে ক্রীড়াবিদদের ২ শতাংশ পদ সংরক্ষিত থাকবে। তবে কোন স্তরের সাফল্য অর্জন করলে খেলোয়াড় কোটায় চাকরির সুবিধা পাওয়া যাবে তা এখনও স্পষ্ট করেনি সরকার।

রাজস্থানের মুখ্যমন্ত্রীর অফিস টুইট করে আরও জানিয়েছে দু শতাংশ পদ সংরক্ষণ করা ছাড়াও এখনই ২২৯ জন প্রতিভাবান খেলোয়াড়কে বিশেষ ক্ষমতা বলে নিয়োগপত্র দেওয়া হবে। এছাড়া কোচ এবং খেলোয়াড়দের জন্য পেনশনের ব্যবস্থা করছে সরকার। পাশাপাশি, রাজ্য সরকার আন্তর্জাতিক পদক জয়ী খেলোয়াড়দের প্রাইজমানি বাড়িয়ে ৩ কোটি টাকা করেছে।