ওডিআই থেকে অবসর ডি ককের।

Written by SNS September 6, 2023 10:35 am

দক্ষিণ আফ্রিকা:- ওডিআই থেকে অবসর ডি ককের। বিশ্বকাপের জন্য দক্ষিণ আফ্রিকার দল ঘোষণার দিনেই বড় সিদ্ধান্ত নিলেন কুইন্টন ডি কক। ভারতে অনুষ্ঠেয় বিশ্বকাপের পরই একদিনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেবেন তিনি। দক্ষিণ আফ্রিকাকে বিশ্বকাপে নেতৃত্ব দেবেন তেম্বা বাভুমা। সূত্রের খবর, চোট সারিয়ে বিশ্বকাপের দলে জায়গা করে নিয়েছেন কেশব মহারাজ। বিগ ব্যাশ লিগে ডি কক খেলবেন মেলবোর্ন রেনেগেডসের হয়ে। কিন্তু বিগ ব্যাশের সময়ই ভারতের বিরুদ্ধে সিরিজ রয়েছে দক্ষিণ আফ্রিকার। ডিসেম্বরের ১০ থেকে ২১ তারিখ ভারতের বিরুদ্ধে তিনটি টি ২০ আন্তর্জাতিক রয়েছে প্রোটিয়াদের। এই পরিস্থিতিতে তাঁর সঙ্গে কথাবার্তা চালানোর পরিকল্পনা ছিল ক্রিকেট সাউথ আফ্রিকার। যদিও ডি কক ওডিআই থেকে অবসরের ঘোষণা করে দিতেই একটা বিষয় স্পষ্ট হয়ে গেল, তিনি ভারতের বিরুদ্ধে তিনি সিরিজ খেলবেন না। ৩০ বছরের ডি কককে সম্প্রতি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছিল। বৃহস্পতিবার থেকে অজিদের বিরুদ্ধে ওডিআই সিরিজে দক্ষিণ আফ্রিকা দলে রয়েছে ডি কক। ১৪০টি ওডিআইয়ে ১৭টি শতরান ও ২৯টি অর্ধশতরান-সহ ডি ককের ৫৯৬৬ রান রয়েছে। ২০২১ সালের ডিসেম্বরে আচমকাই টেস্ট থেকে অবসর ঘোষণা করেন তিনি। ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচটি হবে ইডেনে। প্রোটিয়াদের বিশ্বকাপের দলে বড় চমক কেশব মহারাজ। গত মার্চে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্টে গোড়ালিতে চোট লাগে মহারাজের। তৃতীয় স্পিনারের দায়িত্ব সামলাবেন এই়ডেন মার্করাম। এই তিনজনের সঙ্গেই এই প্রথম বিশ্বকাপ খেলবেন আরও ৫ জন। তাঁরা হলেন তেম্বা বাভুমা, আনরিখ নরকিয়া, মার্কো জানসেন, সিসান্ডা মাগালা ও রিজা হেন্ডরিকস।