দিল্লি, ৪ জুলাই – শিক্ষা ক্ষেত্রে অসাধু জালিয়াতি চক্র এবার হাত বাড়াল সর্বভারতীয় মেডিক্যালে প্রবেশিকা পরীক্ষাতেও। সর্বভারতীয় মেডিক্যালে প্রবেশিকা বা নিট জালিয়াতি চক্র ধরল দিল্লি পুলিশ। অভিযোগ, সাত লক্ষ টাকার বিনিময়ে পরীক্ষার্থীদের বদলে পরীক্ষায় বসতেন ওই চক্রের সদস্যরাই পরীক্ষায় বসতেন। ইতিমধ্যেই ওই চক্রের চার জনকে গ্রেফতার করা হয়েছে। সকলেই দিল্লির এমসের পড়ুয়া। মঙ্গলবার এই ঘটনার কথা প্রকাশ্যে আসে ।