• facebook
  • twitter
Friday, 5 December, 2025

জেলবন্দি অনির্বাণকেই জেলা সম্পাদক করল সিপিআইএম 

 বর্ধমান, ১২ সেপ্টেম্বর —বর্ধমান শহরের ছেলে অনির্বাণ এসএফআইয়ের পূর্ব বর্ধমান জেলার সম্পাদক ছিলেন।পুরনো ঘাঁটিতে শক্তি প্রদর্শনে কার্যত ডিস্টিংশন পেয়েছিল একদা শাসকদল। সেই ঘটনায় সিপিএমের চল্লিশ জনের বেশি জেলবন্দি।এই চল্লিশ জনের মধ্যে রয়েছেন অনির্বাণ রায়চৌধুরী। রবিবার সন্ধ্যায় জেলবন্দি অনির্বাণকেই ফের সম্পাদক করল জেলা সিপিএম। Advertisement Advertisement

 বর্ধমান, ১২ সেপ্টেম্বর —বর্ধমান শহরের ছেলে অনির্বাণ এসএফআইয়ের পূর্ব বর্ধমান জেলার সম্পাদক ছিলেন।পুরনো ঘাঁটিতে শক্তি প্রদর্শনে কার্যত ডিস্টিংশন পেয়েছিল একদা শাসকদল। সেই ঘটনায় সিপিএমের চল্লিশ জনের বেশি জেলবন্দি।এই চল্লিশ জনের মধ্যে রয়েছেন অনির্বাণ রায়চৌধুরী। রবিবার সন্ধ্যায় জেলবন্দি অনির্বাণকেই ফের সম্পাদক করল জেলা সিপিএম।

Advertisement

Advertisement