• facebook
  • twitter
Friday, 22 August, 2025

বিমান , সেলিম শতরূপের বিরুদ্ধে সমন জারি করল আদালত , কুনাল ঘোষের মানহানি মামলার জের 

কলকাতা , ২৯ এপ্রিল – তিনজন বাম নেতার বিরুদ্ধে সমন জারি করল নিম্ন আদালত। বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম ও সিপিএম নেতা শতরূপ ঘোষের বিরুদ্ধে সমন জারি হয়েছে । আগামী ১৩ জুন তিনজনকে আদালতে হাজিরা দিতে হবে।      তিনজন বাম নেতার বিরুদ্ধে মানহানির মামলা করেছিলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ।

কলকাতা , ২৯ এপ্রিল – তিনজন বাম নেতার বিরুদ্ধে সমন জারি করল নিম্ন আদালত। বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম ও সিপিএম নেতা শতরূপ ঘোষের বিরুদ্ধে সমন জারি হয়েছে । আগামী ১৩ জুন তিনজনকে আদালতে হাজিরা দিতে হবে     
তিনজন বাম নেতার বিরুদ্ধে মানহানির মামলা করেছিলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। মামলা আগেই গৃহীত হয়েছিল আদালতে। এবার সেই মামলায় তাঁদের বিরুদ্ধে সমন জারি করা হল।  সিপিএম নেতা শতরূপ ঘোষের ২২ লক্ষ টাকার গাড়ি নিয়ে প্রশ্ন তুলেছিলেন কুণাল ঘোষ। সেখান থেকেই বিবাদের সূত্রপাত। পরে কুণাল ঘোষকেও কড়া ভাষায় জবাব দেন শতরূপ ঘোষ। এরপরই মানহানির মামলা করেন কুণাল ঘোষ।

শতরূপের বিরুদ্ধে কুনাল ২২ লাখি গাড়ি নিয়ে প্রশ্ন তোলার পর কুণালকে আলিমুদ্দিন থেকে জবাব দিয়েছিলেন শতরূপ। তিনি জানিয়েছিলেন, তাঁরা বাবা তাঁকে ওই গাড়ি উপহার দিয়েছিলেন, তাই এই বিষয় নিয়ে কোন প্রশ্ন ওঠার কথা নয়। সেই সময় কুণালকে ‘টেস্ট টিউব বেবি’ বলেও উল্লেখ করেন শতরূপ। আর তাতেই ধৈর্যের বাঁধ ভাঙে কুণাল ঘোষের ।আদালতের দ্বারস্থ হন কুনাল   কুণালের আইনজীবী দাবি করেন, শুধু তাঁকে নয়, তাঁর পরিবারকেও অপমান করা হয়েছে  পাশাপাশি,  আলিমুদ্দিন স্ট্রিটে সিপিএমের রাজ্য সদর দফতরে বসে যেহেতু শতরূপ বিরূপ মন্তব্য করেন , তাই এর দায় বিমান বসু ও মহম্মদ সেলিমের ওপরও বর্তায় বলেও দাবি কুণালের । তাই তিনজনের বিরুদ্ধে মামলা করেছিলেন তৃণমূল নেতা। কলকাতার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামলাটি বিচারযোগ্য বলে মনে করেন এবং সেটি গ্রহণ করেন। শুক্রবার সেই মামলাতেই সমন জারি করা হল।

কুণাল ঘোষ এদিন শুনানি শেষে বলেন, ‘তিন অভিযুক্তকে আগামী ১৩ জুন হাজিরা দিতে বলা হয়েছে।’ তিনি আরও বলেন, ‘আমি প্রথমেই মামলা করিনি। প্রথমে দুঃখ প্রকাশ করার জন্য চিঠি দেওয়া হয়, কিন্তু তার কোনও উত্তর মেলেনি। এবার সমনটাও ক্ষমতা থাকলে এড়িয়ে দেখান 

News Hub