• facebook
  • twitter
Sunday, 3 November, 2024

পাঁচ বছরের বিরতি সেরে বলিউডে ইমরান খান

মুম্বই, ১১ আগস্ট– ২০১৫ সালে তার অভিনীত সব শেষ ছবি ‘কাট্টি বাট্টি’। এর পর ২০১৮ সালে একটি শর্ট ফিল্মে পরিচালক হিসেবে তার ডেবিউ হয়। তারপর না অভিনেতা না পরিচালক কোনো কাজেই আর তাকে দেখা যায়নি। এবার দীর্ঘ বিরতি কাটিয়ে পাঁচ বছর পর বলিউডে ফেরার করার ঘোষণা করলেন ইমরান খান। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে একটি পোস্টে

মুম্বই, ১১ আগস্ট– ২০১৫ সালে তার অভিনীত সব শেষ ছবি ‘কাট্টি বাট্টি’। এর পর ২০১৮ সালে একটি শর্ট ফিল্মে পরিচালক হিসেবে তার ডেবিউ হয়। তারপর না অভিনেতা না পরিচালক কোনো কাজেই আর তাকে দেখা যায়নি। এবার দীর্ঘ বিরতি কাটিয়ে পাঁচ বছর পর বলিউডে ফেরার করার ঘোষণা করলেন ইমরান খান।

নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে একটি পোস্টে ইমরান জানান, তিনি বলিউডে কামব্যাক করার জন্য নিজেকে প্রস্তুত করছেন। তিনি থ্রেডসে লেখেন, ‘এটা তাদের সকলের জন্য, আমি আপনাদের কথা শুনতে পাচ্ছি। আমি কাজ করছি সেটার জন্য। ধন্যবাদ, এত ধৈর্য ধরে আমার সঙ্গে থাকার জন্য।’

অভিনেতার এই পোস্টের পর ভক্তদের কমেন্টের বন্যা বইতে থাকে। এক ব্যক্তি লেখেন, ‘প্লিজ ফিরে আসুন।’ আরেকজন লেখেন, ‘আপনাকে ভীষণ মিস করেছি’। কেউ কেউ আবার লেখেন, ‘এটা সত্যিই তো!’ সোশ্যাল মিডিয়াতে এভাবেই নতুন করে গুঞ্জন উসকে দিলো যে বলিউডে ফিরতে পারেন ইমরান। যদিও সরাসরি এ নিয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি তার। তাই প্রশ্ন উঠেছে সত্যিই কি বলিউডে ফিরছেন এই অভিনেতা। কিছুদিন আগে জিনাত আমানের একটি ইনস্টাগ্রাম পোস্টে এক ব্যক্তি লেখেন, ‘জিনাত আমান পর্যন্ত কামব্যাক করে ফেলল, না জানি আমার ইমরান খান কবে ফিরবেন!’ এরপরই ভক্তের সেই কমেন্টে অভিনেতা রিপ্লাই করেন। তিনি তার নাম ধরে লেখেন, ‘চলো অদিতি, এটা ইন্টারনেটের উপর ছেড়ে দেওয়া যাক। যদি এতে ১ মিলিয়ন লাইক হয় আমি তাহলে কামব্যাক করব।’

উল্লেখ্য, বলিউডে ‘জানে তু ইয়া জানে না’ ছবি দিয়ে নায়ক হিসেবে ডেবিউ করেছিলেন ইমরান খান। সম্প্রতি সেই ছবিরও ১৫ বছর হয়ে গেল। এছাড়া তাকে দেখা গেছে ‘আই হেট লাভ স্টোরিজ’, ‘ব্রেক কে বাদ’, ‘মেরে ব্রাদার কী দুলহান’, ‘এক মে অউর এক তু’ সহ আরো অনেক ছবিতে। সর্বশেষ তাকে দেখা গিয়েছিল কঙ্গনা রানাউতের বিপরীতে ‘কাট্টি বাট্টি’ ছবিতে।