• facebook
  • twitter
Friday, 5 December, 2025

সেট পরীক্ষার্থীদের জন্য বড় ঘোষণা কলেজ সার্ভিস কমিশনের, পরীক্ষা একেবারে নিঃখরচে  

কলকাতা, ২০ সেপ্টেম্বর– সেট পরীক্ষার্থীদের জন্য বড় সুখবর কলেজ সার্ভিস কমিশনের। এবার থেকে ‘সেট’ পরীক্ষায় বসতে গেলে কোনও খরচই করতে হবে না প্রার্থীদের।  সোমবার কলেজ সার্ভিস কমিশনের দেওয়া বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৩ তম সেট পরীক্ষায় যে সমস্ত পড়ুয়ারা করোনা আক্রান্ত হয়েছিলেন তাঁরাই এবার নিখরচায় পরীক্ষা দিতে পারবেন! কমিশনের তরফে আরও জানানো হয়েছে, আগামী ২৬ সেপ্টেম্বরের

কলকাতা, ২০ সেপ্টেম্বর– সেট পরীক্ষার্থীদের জন্য বড় সুখবর কলেজ সার্ভিস কমিশনের। এবার থেকে ‘সেট’ পরীক্ষায় বসতে গেলে কোনও খরচই করতে হবে না প্রার্থীদের। 

সোমবার কলেজ সার্ভিস কমিশনের দেওয়া বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৩ তম সেট পরীক্ষায় যে সমস্ত পড়ুয়ারা করোনা আক্রান্ত হয়েছিলেন তাঁরাই এবার নিখরচায় পরীক্ষা দিতে পারবেন! কমিশনের তরফে আরও জানানো হয়েছে, আগামী ২৬ সেপ্টেম্বরের মধ্যে ওই সব পড়ুয়াকে তাঁদের যাবতীয় তথ্য মেইল করে জানাতে হবে।

উল্লেখ্য, অন্যবারের তুলনায় এবারের সেট পরীক্ষার প্রার্থীর সংখ্যা অনেক বেশি। এখনও পর্যন্ত আবেদনপত্র জমা পড়েছে ৮০ হাজারের বেশি। কমিশন সূত্রে খবর, এই সংখ্যা ৮৫ হাজার ছাড়িয়ে যেতে পারে। যাঁরা ইতিমধ্যেই টাকা জমা দিয়েছে পরীক্ষার জন্য, কিন্তু করোনা আক্রান্ত হয়েছিলেন তাঁদের টাকা ফেরত দেওয়া হবে বলেও জানানো হয়েছে।

Advertisement

এবারের সেট পরীক্ষা ২০২৩ সালের ৮ জানুয়ারি। সেই মতো এক মাস আগে থেকেই আবেদন করার কথা ঘোষণা করা হয়েছে। ২৩ তম সেট পরীক্ষা নেওয়া হবে মোট ৩৩টি বিষয়ে।

Advertisement

Advertisement