• facebook
  • twitter
Saturday, 14 December, 2024

আসানসোলের খনিতে ধসে ভেতরে আটকে বহু শ্রমিক 

আসানসোল, ৮ জানুয়ারি — ফের আসানসোলের কয়লাখনিতে ধস । রবিবার এই ধসের ঘটনাটি ঘটেছে আসানসোলের কুলটির বিসিসিএলের দামাগড়িয়া খোলামুখে। স্থানীয়দের অভিযোগ, বন্ধ খনিতে অবৈধভাবে কয়লা কাটার জেরেই এই বিপত্তি ঘটে। এই ধসের ফলে বেশ কয়েক জন চাপা পড়ে আটকে যাওয়ার আশঙ্কা রয়েছে বলেও অনুমান করছেন স্থানীয়রা। যদিও এ ব্যাপারে মুখ খুলতে চাননি খনি কর্তৃপক্ষ।  

আসানসোল, ৮ জানুয়ারি — ফের আসানসোলের কয়লাখনিতে ধস । রবিবার এই ধসের ঘটনাটি ঘটেছে আসানসোলের কুলটির বিসিসিএলের দামাগড়িয়া খোলামুখে। স্থানীয়দের অভিযোগ, বন্ধ খনিতে অবৈধভাবে কয়লা কাটার জেরেই এই বিপত্তি ঘটে। এই ধসের ফলে বেশ কয়েক জন চাপা পড়ে আটকে যাওয়ার আশঙ্কা রয়েছে বলেও অনুমান করছেন স্থানীয়রা। যদিও এ ব্যাপারে মুখ খুলতে চাননি খনি কর্তৃপক্ষ।