উষ্ণতম মাসে ঠান্ডার পোশাক ছাড়া রাস্তায় বেরনো দায়  

Written by Sunita Das May 4, 2023 7:24 pm

দিল্লি, ৪ মে– মে মাসই দিল্লির উষ্ণতম মাস। গড়ে ৩৯ ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করে তাপমাত্রা। সেই জায়গায় এবার একেবারে ভিন্ন ছবি। যেখানে দেশ পুড়ছে ভরা গ্রীষ্মের তাপদাহে সেখানে হঠাৎই ভিন্ন চিত্র দিল্লিতে। হঠাৎই কুয়াশায় ঢাকল দিল্লি। তাপমাত্রা নেমে ১৫.৮ ডিগ্রি সেলসিয়াসে। গত মাসেই তাপপ্রবাহের কবলে পড়েছিল উত্তর ও পূর্ব ভারতের রাজ্যগুলি। এই পরিস্থিতিতে আচমকাই তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৯ ডিগ্রি নেমে গেল রাজধানীতে। গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাত হয়েছে ২৯.৭ মিমি। আগামী কয়েকদিন এরকমই চলবে বলে জানাচ্ছে হাওয়া অফিস।

বৃহস্পতিবার সকালে হঠাৎই এই চিত্র দিল্লি জুড়ে। রাজধানীর চারদিকে কুয়াশার আস্তরণ! ঠান্ডায় মোটা পোশাক ছাড়া রাস্তায় বেরনো দায়! আবহাওয়া দপ্তর জানাচ্ছে, ২০০৯ সাল থেকে ধরলে এটাই শীতলতম মে। মে মাসের সর্বনিম্ন তাপমাত্রা অবশ্য ১৫.১ ডিগ্রি সেলসিয়াস। এই রেকর্ড ১৯৬৯ সালের। সেই রেকর্ড এবার ভেঙে যায় কিনা সেটাই দেখার।

জানা যাচ্ছে, পশ্চিমী ঝঞ্ঝার কারণেই এই পরিস্থিতি তৈরি হয়েছে। এখনও পর্যন্ত এই মাসে বৃষ্টি হয়েছে ৪৫.৭ মিমি। যা অন্য সময়ের গড় বৃষ্টিকে (৩০.৭ মিমি) ছাপিয়ে গিয়েছে এর মধ্যেই।