ফের প্রার্থী তালিকায় বদল!

Written by SNS October 26, 2023 10:22 am

মধ্যপ্রদেশ:- মধ্যপ্রদেশের চারটি আসনে প্রার্থী বদল করল কংগ্রেস। সুমাওয়ালি, পাপিরিয়া, বদনগর, জাভরা আসনে প্রার্থী পরিবর্তনের কথা জানিয়েছে কংগ্রেস। গত কয়েকদিনে এইনিয়ে দ্বিতীয়বার প্রার্থী তালিকায় বদল করল কংগ্রেস। সূত্রের খবর, কংগ্রেসের তরফে সুমাওয়ালি থেকে কুলদীপ সিকারওয়ারের জায়গায় আজব সিং কুশওয়াহা, পিপারিয়া থেকে গুরুচরণ খারের জায়গায় বীরেন্দ্র বেলবংশী, বদনগর থেকে রাজেন্দ্র সিং সোলাঙ্গির জায়গায় মুরলি মোরওয়াল এবং জাভরা থেকে হিম্মত শ্রীমালের জায়গায় বীরেন্দ্র সিং সোলাঙ্কিকে প্রার্থী করা হয়েছে। উল্লেখ্য, প্রার্থী তালিকা ঘোষণার পরেও অন্তর্দ্বন্দ্বে জর্জরিত কংগ্রেস। কংগ্রেসের বিধানসভা নির্বাচনের প্রতিযোগীরা ক্রমাগত সিনিয়র নেতাদের সঙ্গে দেখা করে প্রার্থী তালিকায় নাম বদলের দাবি করে আসছিলেন। সেই পরিস্থিতিতে এই পরিবর্তন বলে সুত্রে খবর। কংগ্রেসের তরফে জানানো হয়েছে, চারটি আসনে তাদের প্রার্থী পরিবর্তন নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে বিগত কয়েক দিনের মধ্যে কংগ্রেসের প্রার্থী তালিকায় তিনজনের নাম পরিবর্তন করা হয়। কংগ্রেসের তৃতীয় প্রার্থী তালিকায় তফশিলি সংরক্ষিত নরসিংহপুর জেলার গোটেগাঁও থেকে কমলনাথ সরকারের অধ্যক্ষ নর্মদা প্রসাদ প্রজাপতিকে মনোনয়ন দিয়েছে। দাতিয়ায় স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্রের বিরুদ্ধে রাজেন্দ্র ভারতীকে আর পিচোর থেকে শৈলেন্দ্র সিংয়ের জায়গায় টিকিট দেওয়া হয়েছে অরবিন্দ সিং লোধীকে। সূত্রের খবর, মধ্যপ্রদেশে এর আগে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ২০১৮-র নভেম্বরে। ২০২৪-এ ৬ জানুয়ারি বিধানসভার মেয়াদ শেষ হওয়ার কথা। তবে তার আগে ১৭ নভেম্বর মধ্যপ্রদেশের ২৩০ আসন বিশিষ্ট বিধানসভায় ভোট হতে চলেছে। সেখানে মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ৩০ অক্টোবর। ভোটগণনা করা হবে ৩ ডিসেম্বর।