অরিজিৎ সিংহের কনসার্টে না চণ্ডীগড় পুলিশের

Written by Sunita Das October 28, 2023 6:49 pm

অরিজিৎ সিং (Photo: Facebook@ArijitSingh)

চণ্ডীগডে়, ২৮ অক্টোবর--আগামী ৪ নভেম্বর চণ্ডীগডে় অরিজিৎ সিংহর কনসার্ট৷ ইতিমধ্যেই প্রায় ৭ হাজার টিকিট বিক্রি হয়ে গিয়েছে৷ যে টিকিটের সর্বোচ্চ দাম ২ লক্ষ টাকা৷ এবং সর্বনিম্ন মূল্য ১৮০০ টাকা৷ সেক্টর ৩৪-এর ‘এগজিবিশন গ্রাউন্ড’-এ অরিজিতের কনসার্টটি অনুষ্ঠিত হওয়ার কথা৷ কিন্ত্ত এখন এই অনুষ্ঠান অথৈ জলে৷ কারণ আয়োজকরা সঠিক পরিকল্পনা পুলিশকে জানাতে পারেননি যে, শ্রোতারা ঠিক কোথায় গাডি় রাখবেন৷
আগেও অরিজিতের কনসার্ট ঘিরে বিতর্কের সৃষ্টি হয়েছিল৷ চণ্ডীগড় পুলিশের দাবি, অরিজিতের কনসার্টে কম করে পাঁচ হাজার শ্রোতা আসবেনই৷ কিন্ত্ত আয়োজকেরা প্রশাসনকে এখনও জানাননি শ্রোতাদের গাডি়র রাখার ব্যবস্থার পরিকল্পনা৷
চণ্ডীগডে়র ডেপুটি কমিশনারের কাছে এই প্রসঙ্গে লিখিত কারণ জানিয়েছে পুলিশ৷ গায়কের কনসার্টে কমপক্ষে ২০ হাজার দর্শক আসবেন, এমনটাই ধারণা পুলিশের৷ সে সময় যাতে কোনও বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি না হয়, তাই আগে থেকে সব ব্যবস্থা করে রাখাই তাঁদের লক্ষ্য৷ কিন্ত্ত পার্কিংয়ের সঠিক পরিকল্পনা না থাকলে পুলিশের পক্ষে সত্যিই মুশকিল হয়ে যাবে৷ তাই অরিজিতের কনসার্টে অনুমতি দিচ্ছে না চণ্ডীগড় পুলিশ৷
অন্দরের খবর, অনুমতি না মেলায় মাথায় হাত আয়োজকদের৷ কিন্ত্ত তবুও শেষ আশা ছাডে়ননি৷ ‘তারিস এন্টারটেনমেন্ট প্রাইভেট লিমিটেড’-এর তরফে আয়োজন করা হয়েছে এই শো-এর৷ ‘হিন্দুস্থান টাইম্স’-কে আয়োজকের তরফে বলা হয়েছে, “আমরা একটি খালি জায়গা পার্কিংয়ের জন্য নিশ্চিত করেছি৷ আমরা কিছু খালি জায়গাও পেয়েছি৷ আমাদের টিম যাবতীয় ব্যবস্থা করছে৷ নির্ধারিত দিনেই কনসার্ট হবে৷”