• facebook
  • twitter
Saturday, 14 December, 2024

আধার লিঙ্ক না করানোয় বাতিল সাডে় ১১ কোটি প্যান কার্ড

দিল্লি, ১১ নভেম্বর– বার বার হুঁশিয়ারি দিয়েও মানুষের টনক নড়েনি৷ আধারের সঙ্গে প্যান কার্ড যুক্ত করার জন্য আগেই নির্দেশ দিয়েছিল কেন্দ্র৷ কিন্তু সেই হুঁশিয়ারিতে কোন কাজ হয়নি৷ যারা সেই নির্দেশ মানেননি তাঁদের সংখ্যা প্রায় সাডে় ১১ কোটি৷ নির্দেশে যখন কাজ হল না তখন সরাসরি বাতিলের পথেই হাঁটল কেন্দ্র৷ এবার একসঙ্গে সাডে় ১১ কোটি প্যান কার্ড

দিল্লি, ১১ নভেম্বর– বার বার হুঁশিয়ারি দিয়েও মানুষের টনক নড়েনি৷ আধারের সঙ্গে প্যান কার্ড যুক্ত করার জন্য আগেই নির্দেশ দিয়েছিল কেন্দ্র৷ কিন্তু সেই হুঁশিয়ারিতে কোন কাজ হয়নি৷ যারা সেই নির্দেশ মানেননি তাঁদের সংখ্যা প্রায় সাডে় ১১ কোটি৷ নির্দেশে যখন কাজ হল না তখন সরাসরি বাতিলের পথেই হাঁটল কেন্দ্র৷ এবার একসঙ্গে সাডে় ১১ কোটি প্যান কার্ড বাতিল করল কেন্দ্র৷
কেন্দ্র সরকার জানিয়েছেন, আধারের সঙ্গে লিঙ্ক না করানোই এই বিপুল পরিমাণ প্যান কার্ড বাতিলের কারণ৷ এবার নানান সমস্যায় পড়বেন এই বাতিল প্যান কার্ড ধারকরা৷ তাঁদের শুধু আয়কর রিটার্ন ক্লেইম করাই বন্ধ হল না তারসঙ্গে শেয়ার বাজারে লগ্নির ক্ষেত্রেও সমস্যা হবে৷ ব্যাঙ্কিং লেনদেনের ক্ষেত্রে প্যান কার্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ৷ এক্ষেত্রেও তাঁরা সমস্যায় পড়বেন৷
উল্লেখ্য, নতুন প্যান কার্ড বানাতে হলে সরকারি ফি দিতে হয় মাত্র ৯১ টাকা৷ কিন্তু যাদের প্যান কার্ড বাতিল হয়েছে তাদের ফের প্যান তৈরি করতে জরিমানার পরিমাণ ১০ গুণ অর্থাৎ ১ হাজার টাকা দিয়ে তৈরি করতে হবে৷
তবে সরাসরি জনসাধারণকে এই প্যান বাতিলের সিদ্ধান্ত জানায়নি কেন্দ্র৷ সম্প্রতি এই বিষয়ে তথ্য জানার অধিকারে কেন্দ্রের কাছে জানতে চেয়েছিলেন মধ্যপ্রদেশের আরটিআই কর্মী চন্দ্রশেখর গৌড়৷ তাঁকে দেওয়ায় তথ্যই এই বিপুল পরিমাণ প্যান কার্ড বাতিলের খবর জানিয়েছে কেন্দ্র৷ আয়কর আইনের ১৩৯এ ধারার অধীনে, প্যান কার্ড এবং আধার লিঙ্ক করা বাধ্যতামূলক করা হয়েছে৷ চন্দ্রশেখরকে কেন্দ্র জানিয়েছে, দেশে প্যান কার্ডের সংখ্যা ৭০.২৪ কোটি৷ এর মধ্যে আধার কার্ড লিঙ্ক না করার কারণে সাডে় ১১ কোটি রেশন কার্ড বাতিল করা হয়েছে৷