সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় অর্থ বিষয়ক ক্যাবিনেট কমিটির তরফে ঘোষণা করা হয়েছিল ‘প্যান ২.০’। তাতে যোগ করা হবে ডায়নামিক কিউআর কোড, এমনটাই ঘোষণা করা হয়েছিল। এর ফলে বিভ্রান্তি সৃষ্টি হয়েছিল সাধারণ মানুষের মধ্যে। সেই ব্যাপারেই কেন্দ্রীয় অর্থমন্ত্রকের নতুন নির্দেশিকা এলো মঙ্গলবার। তাতে কিছুটা স্বস্তি পেতে চলেছেন আয়করদাতারা।
নতুন প্যান কার্ড আসবার ঘোষণায় চিন্তায় পড়ে গিয়েছিলেন প্যান কার্ড ব্যবহারকারীরা। যাঁদের পুরোনো প্যান কার্ড রয়েছে, তা কি পালটে ফেলতে হবে? আবেদন করতে হবে নয়া প্যান কার্ডের জন্য? প্যান নাম্বার কি বদলে যাবে? যাঁদের ঠিকানা পাল্টেছে, তাঁদের ক্ষেত্রেই বা নতুন কার্ড আসবে কোথায়? এই সব নিয়ে উদ্বিগ্ন ছিলেন করদাতারা।
Advertisement
এই সকল জল্পনা দূর করতেই নয়া নির্দেশিকা জারি করা হল কেন্দ্রীয় অর্থমন্ত্রকের তরফ থেকে। জানানো হল, ইতিমধ্যেই প্যান কার্ড যাঁদের কাছে রয়েছে, তাঁদের চিন্তা নেই। তাঁদের নয়া কার্ডের জন্য আবেদন করতেও হবে না, তাঁদের প্যান নম্বরও বদলাবে না। তবে কেউ যদি নিজেদের ব্যক্তিগত তথ্যাদি – নাম, মোবাইল নম্বর, ঠিকানা, ইমেইল আইডি ইত্যাদি বদলাতে চান, তবে তাঁদের আবেদন করতে হবে নতুন প্যান কার্ডের জন্য। তাঁরা সেই ক্ষেত্রে ‘প্যান ২.০’ চালু হওয়া অবধি অপেক্ষা করতে পারেন। তবে, কেউ জরুরি প্রয়োজনের ভিত্তিতে আগেই ব্যক্তিগত তথ্যাদি সংশোধনের জন্য আবেদন করতে পারেন। অতিরিক্ত কোনও খরচ করতে হবে না এই জন্য। ঠিকানার জন্য যাঁরা চিন্তায় ছিলেন, তাঁদের আশ্বাস দিয়ে জানানো হয়েছে, নতুন নাম বা ঠিকানা দিয়ে আগেভাগেই সংশোধন করে নিলে আগের ঠিকানায় প্যানকার্ড যাবে না।
Advertisement
এই ঘোষণায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন প্যান কার্ডধারীরা।
প্রসঙ্গত, কিউআর কোড প্যান কার্ডে ব্যবহার করা হয় ২০১৭-১৮ সাল থেকেই। কিন্তু ‘প্যান ২.০’-তে থাকবে ডায়নামিক কিউআর কোড, যার ফলে দেখা যাবে সংশোধন করা তথ্যাদিও।
Advertisement



