• facebook
  • twitter
Friday, 5 December, 2025

কবিতায় আগমনী উৎসব পালন

কলকাতা,২৮ সেপ্টেম্বর — বাংলা ও বাঙালির মনে প্রাণের আবেগের মাখানো উৎসবের মরশম শুরু হয়ে গেছে। আশ্বিনের আগমনে সম্প্ৰতি কলাভৃত প্রেক্ষাগৃহে কাতার টুডে এবং চিরন্তনীর উদ্যোগ্য অনুষ্ঠিত হলো কথায় কবিতায় আগমনী উৎসব। বিশিষ্ট বাচিকশিল্পী প্রণতি ঠাকুর, চৈতালি দাসগুপ্ত,চন্দ্রিকা বানের্জী, রুমকি গাঙ্গুলি, ঈশিকা অধিকারী, বর্ণালী সরকার সহ ৩০ জন শিল্পী অংশগ্রহণ করেছিলেন এই অনুষ্ঠানে। এদিনের প্রত্যেকের পথ করা

কলকাতা,২৮ সেপ্টেম্বর — বাংলা ও বাঙালির মনে প্রাণের আবেগের মাখানো উৎসবের মরশম শুরু হয়ে গেছে। আশ্বিনের আগমনে সম্প্ৰতি কলাভৃত প্রেক্ষাগৃহে কাতার টুডে এবং চিরন্তনীর উদ্যোগ্য অনুষ্ঠিত হলো কথায় কবিতায় আগমনী উৎসব। বিশিষ্ট বাচিকশিল্পী প্রণতি ঠাকুর, চৈতালি দাসগুপ্ত,চন্দ্রিকা বানের্জী, রুমকি গাঙ্গুলি, ঈশিকা অধিকারী, বর্ণালী সরকার সহ ৩০ জন শিল্পী অংশগ্রহণ করেছিলেন এই অনুষ্ঠানে। এদিনের প্রত্যেকের পথ করা কবিতা মন ছুঁয়ে যায় ।

Advertisement

Advertisement