প্রযুক্তির আধুনিকতাকে হাতিয়ার করে পুজোর প্রতিমা মিলবে অনলাইনে 

Written by SNS August 26, 2022 4:45 pm

কলকাতা, ২৬ আগস্ট –করোনার সময় থেকে বহু শিল্পী  ঝুঁকেছিলেন অনলাইন ঠাকুর বিক্রিতে।  বারোয়ারি থেকে বাড়ির পুজো,‌ প্রতিমা মিলেছে  অনলাইনে ।করোনা পর্ব মিটে গেছে। কিন্তু অনলাইনে প্রতিমা বিক্রি আরও বেড়েছে। বিদেশ ও রাজ্যের বাইরের বেশিরভাগ অর্ডারই হচ্ছে ওয়েবসাইটের মাধ্যমে । ফলে ঠাকুর বানিয়ে ক্রেতার আশায় বসে থাকার দিন শেষ। এক নতুন দিগন্ত খুলে গেছে কুমোরটুলির নতুন প্রজন্মের শিল্পীদের মধ্যে। নিজের কাজকে গোটা বিশ্বে পৌঁছে দিতে পারছেন তাঁরা। অনেকে প্রতিমার মজুরির ওপর দিচ্ছেন ছাড়। কারও আবার ডেলিভারি ফ্রি!‌ আগে শুধু শহরের নামী শিল্পীদের ওয়েবসাইট ছিল। এখন নতুন প্রজন্মের শিল্পীরা অনেকেই সেই তালিকায় ঢুকছেন।

আমেরিকাই নয়, ব্রিটেন–সহ ইউরোপের একাধিক দেশে প্রতিমা পাঠিয়েছেন কুমোরটুলির মৃৎশিল্পীরা । এ পর্যন্ত মোট ৬৬টি ফাইবার গ্লাসের দুর্গা প্রতিমা পাড়ি দিয়েছে বিভিন্ন দেশে