বাস-ও, পরিবহণ দফতরের সঙ্গে চুক্তি স্বাক্ষর করল উবের সংস্থা!

Written by SNS November 24, 2023 10:48 am

কলকাতা:- অ্যাপ ক্যাবের জন্য অত্যন্ত জনপ্রিয় একটি সংস্থা উবের অ্যাপ পরিষেবা। চারচাকা গাড়ি থেকে শুরু করে দুই চাকার মোটরবাইক, সব পরিষেবার ক্ষেত্রেই এই সংস্থা শহর এবং শহরতলির বাসিন্দাদের কাছে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে। সূত্রের খবর, এবার শহরবাসির জন্য আরও বড় উদ্যোগ নিয়ে এল উবের সংস্থা। জানা গিয়েছে, রাজ্য পরিবহণ দপ্তরের সঙ্গে যৌথ উদ্যোগে কলকাতার রাস্তায় এবার পাওয়া যাবে উবরের যাত্রিবাহী বাস পরিষেবাও। বেসরকারি পরিবহণ সংস্থাটি আসন্ন ২ বছরের মধ্যে কলকাতায় কমপক্ষে ১০ মিলিয়ন ইউএস ডলার (প্রায় ৮৪ কোটি টাকা) বিনিয়োগ করতে চলেছে। ধীরে ধীরে বাসের সংখ্যা এত কমে যাচ্ছে যে, ক্রমেই নিজস্ব গাড়ি কিনতে বাধ্য হচ্ছেন নিত্যযাত্রীরা। সেই সমস্যার সমাধানে উবের সংস্থার নতুন বাস সার্ভিস দৈনন্দিন অফিস- যাত্রীদের ব্যাপক সুবিধা করে দেবে বলে আশা করছেন শহরবাসী। সূত্রের খবর, শুধুমাত্র যাত্রার সুবিধাই নয়, উবেরের এই উদ্যোগে ৫০ হাজার মানুষ নতুন করে রোজগারের পথও খুঁজে পাবেন বলে আশ্বাস দিচ্ছে এই সংস্থা। সূত্রের খবর, রাজ্য পরিবহণ দপ্তরের সঙ্গে চুক্তিপত্রে সই করেছেন দেশের বৃহত্তম রাইড শেয়ারিং অ্যাপ উবেরের প্রতিনিধিরা। জানা গিয়েছে, এই বেঙ্গল গ্লোবাল বিজ়নেস সামিটকেই মউ স্বাক্ষরের সবচেয়ে উপযুক্ত জায়গা হিসেবে বেছে নিয়েছিলেন রাজ্য পরিবহণ দপ্তর ও উবেরের প্রতিনিধিরা। সরকারি আধিকারিক হিসেবে এই সমঝোতাপত্রে সই করেন রাজ্যের পরিবহণসচিব সৌমিত্র মোহন। জানা গিয়েছে, এই পরিষেবার নাম দেওয়া হয়েছে ‘উবর শাটল’। আর কয়েক মাস পরেই অর্থাৎ ২০২৪-র মার্চে শহরের নির্দিষ্ট কয়েকটি রুটে ৬০টি এসি বাস চালিয়ে এই পরিষেবা শুরু করতে চলেছে উবের সংস্থাটি। সূত্রের খবর, সংস্থার লক্ষ্য, কলকাতার বিভিন্ন ব্যবসায়ীক কেন্দ্র ও অফিস এলাকা থেকে নির্দিষ্ট পরিষেবা চালু করে আগে নিজেদের অস্তিত্ব জানান দেওয়া। এরপর তা ছড়িয়ে পড়বে অন্যত্র। উবেরের পক্ষ থেকে জানানো হয়েছে, যে রুটে এই পরিষেবা চালু হবে সেখানে সকাল ৬টা থেকে রাত ১০ পর্যন্ত নির্দিষ্ট সময় অন্তর উবেরের বাস আসবে। যাত্রীরা এক সপ্তাহ আগে থেকে অ্যাপের মাধ্যমে সিট বুক করতে পারবেন। জানা গিয়েছে, উবেরের এই নতুন পরিষেবা চালু হওয়া প্রসঙ্গে রাজ্যের পরিবহণসচিব বলেন, যাত্রীরা যাতে স্বচ্ছন্দে এবং নিরাপদে যাতায়াত করতে পারেন সেই বিষয়ে রাজ্য সরকারের সব সময় নজর রাখে। উবেরের সঙ্গে মিলিত উদ্যোগে এবার সেটাই হতে চলেছে।