• facebook
  • twitter
Friday, 5 December, 2025

বিয়ের অনুষ্ঠানে বরের চুমু, থানায় গিয়ে বিয়ে ভাঙলেন কনে 

লখনউ, ১ ডিসেম্বর– বিয়ের রিসেপশন পার্টিতে বর নববধূকে চুমু খাওয়ায় বিয়েই ভেঙে দিলেন কনে । ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের সম্ভল জেলায়। জানা গেছে, গত ২৬ নভেম্বর উত্তরপ্রদেশ সামুহিক বিবাহ যোজনা-র অনুষ্ঠানে তাঁরা একে অপরকে বিয়ে করেছিলেন। এরপর ২৮ নভেম্বর বরের বাড়িতে বসেছিল রিসেপশনের আসর। সেখানেই হঠাৎ প্রায় ৩০০ জন অতিথির সামনে কনেকে জড়িয়ে ধরে চুমু খান

লখনউ, ১ ডিসেম্বর– বিয়ের রিসেপশন পার্টিতে বর নববধূকে চুমু খাওয়ায় বিয়েই ভেঙে দিলেন কনে । ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের সম্ভল জেলায়।

জানা গেছে, গত ২৬ নভেম্বর উত্তরপ্রদেশ সামুহিক বিবাহ যোজনা-র অনুষ্ঠানে তাঁরা একে অপরকে বিয়ে করেছিলেন। এরপর ২৮ নভেম্বর বরের বাড়িতে বসেছিল রিসেপশনের আসর। সেখানেই হঠাৎ প্রায় ৩০০ জন অতিথির সামনে কনেকে জড়িয়ে ধরে চুমু খান বর। এমন আচরণে ক্ষোভে ফেটে পড়েন ওই নববধূ। এরপর মঞ্চ থেকে নেমে ঘরে চলে যান।

Advertisement

সঙ্গে সঙ্গে তাঁর বরের পরিবারের লোকজন গিয়ে তাঁকে বুঝিয়ে সুজিয়ে বিষয়টি মিটমাটের চেষ্টা করে। কিন্তু তাতে কোনও লাভ হয়নি। এরপরই বরের আচরণের প্রতিবাদ জানিয়ে পুলিশের অভিযোগ দায়ের করতে থানায় যায়।

Advertisement

সেখানে তিনি বলেন, ‘আমি আর তাঁর সঙ্গে থাকতে চাই না। আমি আমার বাড়িতেই থাকব। যেই ব্যক্তি ৩০০ জন লোকের সামনে এমন কাজ করতে পারে, তাঁর সঙ্গে ঘর করা সম্ভব নয়। এই কাজের জন্য তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত।  

Advertisement