কাঁথি,৩ নভেম্বর — অভিষেকের সভার আগেই কেঁপে উঠলো তৃণমূল নেতার বাড়ি।সম্প্রতি অভিষেক বন্দ্যোপাধ্যায় কাঁথিতে শান্তিকুঞ্জের অদূরেই সভা করার বিষয়ে ছাড়পত্র দিয়েছে হাইকোর্ট। সেই নির্দেশ মেনেই আজ শনিবার কাঁথিতে জনসভায় ভাষণ দেবেন ডায়মন্ড হারবারের সাংসদ।কিন্তু তার কয়েক ঘণ্টা আগেই বোমা বিস্ফোরণে কেঁপে উঠল ভগবানপুরের তৃণমূল নেতার বাড়ি ।বিস্ফোরণে ইতিমধ্যেই মৃত্যু হয়েছে ওই তৃণমূল নেতা সহ ৩ জনের।
সূত্রের খবর, ঘটনাটি ঘটেছে শুক্রবার রাত সাড়ে দশটা নাগাদ পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুরে ।বিস্ফোরণে যে ৩জনেই প্রাণ গেছে,তারা হলেন রাজকুমার মান্না, তাঁর ভাই দেবকুমার মান্না ও বিশ্বজিৎ গায়েন।আরও অনেকে এই বিস্ফোরণে আহত হয়েছেন।
Advertisement
এই বিষয়ে বিজেপির অভিযোগ, ওই তৃণমূল নেতার বাড়িতে বোমা বাঁধা হচ্ছিল, তাতেই বিপত্তি ঘটেছে। মৃত এবং আহতরা সকলেই তৃণমূল আশ্রিত দুষ্কৃতী বলে দাবি গেরুয়া শিবিরের। কাঁথির সাংগঠনিক জেলার বিজেপির সাধারণ সম্পাদক তাপস কুমার দলুই জানিয়েছেন, ‘তৃণমূল নেতার বাড়িতে বোমা বাঁধতে গিয়ে বিপত্তি। ওই তৃণমূল নেতা সহ দুজনের মৃত্যু হয়েছে। আমরা খোঁজখবর নিয়ে দেখছি বিষয়টি।’
Advertisement
Advertisement



