• facebook
  • twitter
Sunday, 8 December, 2024

আশায় বুক বাঁধলেন অমিতাভ থেকে শাহরুখ  

মুম্বই: বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচে নিউজিল্যান্ডকে হারিয়ে জয়ের অনেক কাছে ভারত৷ তাই নিয়ে উচ্ছ্বাসে মাতোয়ারা খেলোওয়াড় থেকে শুরু করে সাধারণ মানুষ৷ সোশ্যাল মিডিয়ার পাতাতেই শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন শাহরুখ খান, অমিতাভ বচ্চন, করিনা কাপুর, আয়ুষ্মান খুরানা থেকে এসএস রাজামৌলীর মতো বহু তারকারাই৷ ভারতের বিশ্বজয়ের আশায় টিম ইন্ডিয়াকে বার্তা ‘চক দে ইন্ডিয়া’র ‘ক্যাপ্টেন কবীর’-এর৷ টিম ইন্ডিয়ার ছবি শেয়ার

অমিতাভ বচ্চন (File Photo: IANS)

মুম্বই: বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচে নিউজিল্যান্ডকে হারিয়ে জয়ের অনেক কাছে ভারত৷ তাই নিয়ে উচ্ছ্বাসে মাতোয়ারা খেলোওয়াড় থেকে শুরু করে সাধারণ মানুষ৷ সোশ্যাল মিডিয়ার পাতাতেই শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন শাহরুখ খান, অমিতাভ বচ্চন, করিনা কাপুর, আয়ুষ্মান খুরানা থেকে এসএস রাজামৌলীর মতো বহু তারকারাই৷
ভারতের বিশ্বজয়ের আশায় টিম ইন্ডিয়াকে বার্তা ‘চক দে ইন্ডিয়া’র ‘ক্যাপ্টেন কবীর’-এর৷ টিম ইন্ডিয়ার ছবি শেয়ার করে শাহরুখের মন্তব্য, “আহা বয়েজ দারুণ! এটাই তো টিম স্পিরিটের দুর্দান্ত ছবি৷ দারুণ খেলেছো৷ এবার বিশ্বজয়ের অপেক্ষা৷ অসংখ্য শুভেচ্ছা৷’ প্রসঙ্গত, বুধবার ভারতের সেমিফাইনাল জয়ের পরই অনুরাগীরাদের প্লে লিস্ট থেকে সোশ্যাল মিডিয়ায়, শাহরুখ অভিনীত ‘চক দে ইন্ডিয়া’ গানটি বেজে‌েই চলেছে৷
অমিতাভ বলছেন, ‘আমি খেলা না দেখলেই ইন্ডিয়া জিতে যায়৷’ ‘বাহুবলী’ পরিচালক এসএস রাজামৌলী সুর চড়ালেন বিরাট কোহলির হয়ে৷ তাঁর মন্তব্য, ‘রকর্ড তো তৈরিই হয় ভাঙার জন্য৷ তবে শচীনের রেকর্ড ভাঙার সাহস স্বপ্নেও কেউ দেখেনি যখন তিনি অবসর ঘোষণা করলেন৷ এবার কিং কোহলির উত্থান৷’ পাশাপাশি বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচে একাই সাত উইকেটের মালিক মহম্মদ শামিকে প্রশংসায় ভরিয়ে দিলেন রাজামৌলী৷ বললেন, “সুপার সেভেন শামি, এবার রবিবারের জন্য অপেক্ষা করছি৷’ বাদ জাননি রীতেশ দেশমুখও, আয়ুষ্মান খুরানাও৷